header banner

সামনের মাসেই রাজ্যের সাত আসনে উপনির্বাচন হওয়ার সম্ভাবনা

article banner

রাজ্যে এই মূহুর্তে শাসক শিবির যা চাইছে তা হল যত দ্রুত সম্ভব রাজ্যে উপ নির্বাচন সম্পন্ন করা। সামনের মাসেই হতে পারে রাজ্যের সাত আসনে উপনির্বাচন বলে সম্ভাবনা তৈরি হয়েছে। বিশ্বকর্মা পুজোর পরেই নির্বাচন কমিশন ওই সাত আসনে উপনির্বাচন করতে পারে। কমিশনের একটি সূত্র মারফৎই এ খবর মিলেছে। তবে যদি কোনওভাবে করোনা পরিস্থিতির আরও অবনতি হয়,তাহলে কি হবে তা বলা যাচ্ছে না। 

{link}
এ রাজ্যে বিধানসভার আসন সংখ্যা ২৯৫টি। তার মধ্যে ভোট হয়েছে ২৯২টি আসনে। প্রার্থীর অকাল মৃত্যুতে শেষ মুহুর্তে স্থগিত হয়ে যায় ভোটগ্রহণ পর্ব। ওই তিন আসনে ভোট গ্রহণের সিদ্ধান্ত হয়েছে সেপ্টেম্বরে। এছাড়া তিন বিধায়ক পদত্যাগ করে শূন্য হয়েছে আরও তিনটি আসন। আর একটি আসনে ভোট গ্রহণের পরে মৃত্যু হয় প্রার্থীর। তাই উপনির্বাচন হবে সেখানেও।

{link}
শূন্য থাকা আসনগুলি হল ভবানীপুর, খড়দহ, গোসাবা, শান্তিপুর, দিনহাটা, সামশেরগঞ্জ এবং জঙ্গিপুর। বর্তমানে করোনা পরিস্থিতির বেশ খানিকটা উন্নতি হয়েছে। তাই এই সময়টায় নির্বাচন হলে সংক্রমণ কম হতে পারে। সে কথা নির্বাচন কমিশনকে জানানোও হয়েছে। তার পরেই কমিশন ভোটের তোড়জোড় শুরু করতে চলেছে বলে সূত্রের খবর। 

{link}
যে সাতটি কেন্দ্রে এবার উপনির্বাচন হবে, তার মধ্যে গুরুত্বপূর্ণ হল ভবানীপুর। পর পর দুটো টার্ম এই কেন্দ্রে প্রার্থী হয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একুশের ভোটে তিনি প্রার্থী হন নন্দীগ্রামে। সেখানে তাঁর প্রধান প্রতিপক্ষ ছিলেন বিজেপির শুভেন্দু অধিকারী। সেখানে তৃণমূল প্রার্থী হাজার দুয়েক ভোটে হেরে যান। তা নিয়ে অবশ্য হাইকোর্টে মামলাও চলছে। সেজন্য মমতা ফের দাঁড়াবেন ভবানীপুরে। খড়দহ কেন্দ্রে প্রার্থী হতে পারেন অর্থমন্ত্রী অমিত মিত্র। তবে তাঁর যা শরীরের অবস্থা, তিনি প্রার্থী নাও হতে পারেন। সেক্ষেত্রে ওই আসনে তৃণমূলের তরফে কে প্রার্থী হন, সেদিকেই তাকিয়ে রাজ্যবাসী। উল্লেখযোগ্যভাবে ছয় মাসের মধ্যে উপনির্বাচনে অন্য কোন কেন্দ্র থেকে জয়ী হয়ে ফিরতে হবে মুখ্যমন্ত্রীকে। বর্তমানে সেই ক্ষেত্রে বড়ো বাঁধা হয়ে দাঁড়িয়েছে কোভিড। মুখ্যমন্ত্রীর বিপক্ষে কে প্রার্থী রূপে দাঁড়ান তাও একটা লক্ষনীয় বিষয় হবে। 
{ads}

news politics re election Assembly election TMC BJP West Bengal India রাজনীতি উপনির্বাচন সংবাদ

Last Updated :