header banner

চলতি অধিবেশনেই বিধান পরিষদ গঠনের প্রস্তুতি নিতে চলেছে রাজ্য সরকার

article banner

বিধানসভার চলতি অধিবেশনেই বিধান পরিষদ গঠনের প্রস্তুতি নিতে চলেছে রাজ্য সরকার। এহেন খবরই শোনা যাচ্ছে রাজ্যের রাজনৈতিক মহলে। যাকে মুলত অশনি সংকেত হিসেবেই দেখছে পদ্মের শিবির। এই প্রসঙ্গে তাদের কটাক্ষ, সরকারি কোষাগারের কাঁড়ি কাঁড়ি টাকা খরচ করে কিছু তাঁবেদার পুষতেই সরকার বিধান পরিষদ গঠনের তোড়জোড় করছে। 

{link}
একটা সময় এ রাজ্যেও বিধান পরিষদ ছিল। যু্ক্তফ্রন্টের আমলে তা তুলে দেওয়া হয়। বাম জমানায় কেউ বিধান পরিষদ গঠনে উদ্যোগী হননি। তৃণমূল সরকার ক্ষমতায় এসেই বিধান পরিষদ গঠনে উদ্যোগী হয়। বিরোধীদের অভিযোগ, তৃণমূলকে ক্ষমতায় আনতে প্রাণপাত করেছিলেন যে বুদ্ধিজীবীরা, তাঁদের ‘ঋণ’ শোধ করতেই বিধান পরিষদে জায়গা দেওয়ার ভাবনা সরকারের। সেই কারণেই বিধান পরিষদ গঠনের উদ্যোগ। প্রথমবার সে উদ্যোগ মার খেয়েছিল। এবার ফের উদ্যোগী হতে চলেছে সরকার। তৃণমূল সূত্রে খবর, বিধানসভার অধিবেশন শুরু হলেই এ ব্যাপারে উদ্যোগী হবে সরকার। মন্ত্রিসভায় এ প্রস্তাব পাশও হয়ে গিয়েছে। 

{link}
নিয়ম অনুযায়ী, বিধান পরিষদ গঠন করতে গেলে প্রথমে বিধানসভায় বিল পাশ করাতে হবে। তার পর তাতে শিলমোহর লাগবে রাজ্যপাল ও রাষ্ট্রপতির। ওয়াকিবহাল মহলের মতে, বিধানসভায় বিলটি পাশ করানো যাবে অনায়াসেই। কারণ সেখানে নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা রয়েছে সরকারের। সমস্যা দেখা দিতে পারে রাজ্যপাল ও রাষ্ট্রপতির স্বাক্ষর পেতে। ওই স্বাক্ষর না মেলা পর্যন্ত বিধান পরিষদ গঠনের স্বপ্ন অধরাই থেকে যাবে। প্রসঙ্গত, আগামী ২ জুলাই শুরু হবে বিধানসভার অধিবেশন। এই অধিবেশনের প্রথম দিকেই বিধান পরিষদ গঠনের বিল আনা হতে পারে।

{link}
বিধানসভায় বিল পাশ হলেও সমস্যা ঘটতে পারে বিশেষ করে রাজ্যপালের সাক্ষর আদায়ে। কারন রাজ্য সরকার ও রাজ্যে সম্পর্ক বরাবরই খুব একটা মিষ্টতার নয়। বরং তাতে তিক্ততার স্বাদই বেশি। এবার রাজ্য তৃণমূল-কংগ্রেস বিধান পরিষদ গঠনে সফল হতে পারে কি না, তাই দেখার বিষয়। 
{ads}

news politics government Assembly Bidhan Parisad TMC State Government সংবাদ রাজনীতি

Last Updated :