header banner

এবার দিল্লি জয়ের লক্ষ্য মসৃন করতে মাঠে আইপ্যাক

article banner

রাজ্যে জয় সম্পূর্ন। এবার লক্ষ্য দিল্লি? সূত্রের খবর অনেকটা সেইরকমই। মুখ্যমন্ত্রীর দিল্লি যাত্রা মসৃণ করতে ফের মাঠে নামছে আইপ্যাক! তৃণমূলের একটি সূত্রের খবর অন্তত এমনই। সামনে ২০২৪ সালে লোকসভা নির্বাচন। আসন্ন সেই বৈতরণী পার হতে তৃণমূল নেত্রীর অগাধ আস্থা সেই আইপ্যাকের ওপর। শনিবার রয়েছে দলের বর্ধিত সভা। সূত্রের খবর, সেই সভা শেষ হলেই কোমর কষে মাঠে নামবে প্রশান্ত কিশোরের দল। সেই ক্ষেত্রে এখন থেকেই বলা চলে যে ২৪ সে এক অন্যরকম লড়াইয়ের সাক্ষী থাকতে চলেছে দেশ ও রাজ্যের মানুষ। 

{link}
লোকসভা নির্বাচনে বিজেপির হাওয়ায় প্রায় খাদের কিনারায় চলে যায় তৃণমূল। দুটি থেকে বেড়ে বিজেপির আসন সংখ্যা হয় ১৮। আর আগের থেকে ১০টিরও বেশি আসন কমে যায় তৃণমূলের। খাদের কিনারা থেকে তৃণমূলকে টেনে তুলতে ডাক পড়ে ইলেকশন স্পেশালিস্ট প্রশান্ত কিশোরের। শোনা যায়, ৫০০ কোটি টাকার চুক্তিতে কাজ করতে রাজি হয় প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাক। আইপ্যাকের প্রায় ৫০০ কর্মী দিনরাত এক করে মাঠে নামেন। তার জেরেই বিপুল জনাদেশ নিয়ে তৃতীয়বারের জন্য নবান্নে ফেরে তৃণমূল। মুখ্যমন্ত্রীর সিংহাসনে আসীন হন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এই আশাতীত সাফল্যের পর আইপ্যাকের ওপর মমতার আস্থা একলপ্তে বেড়ে যায় অনেকখানি।  
করোনা পরিস্থিতির উন্নতি হলেই রাজ্যের ১২২টি পুরসভায় ভোট হওয়ার কথা। ওই পুরসভাগুলির রাশ যাতে হাতছাড়া না হয়, সেজন্য অবশ্য আইপ্যাককে মাঠে নামানো হচ্ছে না। তৃণমূল সূত্রে খবর, আইপ্যাককে মাঠে নামানো হচ্ছে ২০২৪এর লোকসভা নির্বাচনের জন্য।

{link}
উল্লেখ্য বিষয় রাজ্যের শেষ বিধানসভা নির্বাচনের প্রচারে মুখ্যমন্ত্রীকে বলতে শোনা গিয়েছিল রাজ্যে জিতে এবার দিল্লি তে ঝাঁপাব। তবে কি এবার সত্যিই সেই লক্ষ্যে ঝাঁপাতে চলেছে তৃনমূল ও মমতা বন্দ্যোপাধ্যায়? ইঙ্গিত কিছুটা সেই দিকেই। 
{ads}

news politics mamata banerjee IPAC TMC BJP Loksabha সংবাদ রাজনীতি

Last Updated :