header banner

পুজো মিটলেই পুরসভা নির্বাচন হওয়ার সম্ভাবনা হাওড়া ও কলকাতায়

article banner

রাজ্যের শতাধিক পুরসভার মেয়াদ শেষ হয়ে গিয়েছে অনেক আগেই। সব কটিতেই প্রশাসক নিয়োগ করে চলছে পুরসভার কাজ। স্বাভাবিকভাবেই কোভিড পরিস্থিতেতে ব্যাহত হচ্ছে ভোটের কাজকর্ম।
গত কয়েক দিন ধরে গোটা দেশের পাশাপাশি রাজ্যেও ধীরে ধীরে করোনা সংক্রমণের গ্রাফ নিম্নমুখী।এমতাবস্থায় রাজ্যের পুরসভাগুলির ভোট করাতে চাইছে সরকার। সামনের মাসে দুটি আসনে সাধারণ নির্বাচনের পাশাপাশি পাঁচটি আসনে উপনির্বাচন হওয়ার কথা। তার পরেই পুজো। তৃণমূলের একটি সূত্রেই এ খবর মিলেছে, পুজো শেষ হলেই বকেয়া পুরভোট সেরে ফেলতে পারে সরকার। 

{link}
 এই পুরসভাগুলির মধ্যে রয়েছে কলকাতা, হাওড়ার মতো গুরুত্বপূর্ণ পুরসভাগুলিও। সূত্রের খবর, রাজ্যের প্রায় ১১৬টি আসনে পুরসভা নির্বাচন হওয়ার কথা। রাজ্যে করোনা সংক্রমণের গ্রাফ ঊর্ধ্বমুখী হওয়ায় বন্ধ রয়েছে পুরসভাগুলির নির্বাচন। বর্তমানে সংক্রমণের গ্রাফ নিম্নমুখী। তাই নির্বাচন করানোর এটাই উপযুক্ত সময় বলে মনে করছেন তৃণমূল নেতৃত্ব। 

{link}
তবে রাজ্যের দুই কেন্দ্রে সাধারণ নির্বাচন এবং পাঁচটি আসনে উপনির্বাচন বাকি রয়েছে। এই সাত কেন্দ্রে ভোটের পরেই পুরসভা নির্বাচন করতে চায় রাজ্য। নির্বাচন কমিশন সূত্রে খবর, রাজ্যের ওই সাত আসনে উপনির্বাচন হবে পুজোর আগেই। দিন কয়েকের মধ্যেই বের হবে বিজ্ঞপ্তি।

 {link]
পুজোর আগেই সমাধা হয়ে যাবে ভোট পর্ব। এর পর পুজোর মরশুম। তৃণমূল সূত্রে খবর, পুজোর মরশুম শেষ হবে অক্টোবরে। তাই নভেম্বরের মাঝামাঝি সময় ভোট করাতে চায় সরকার। এজন্য বিজ্ঞপ্তি জারি হতে পারে অক্টোবরের একেবারে শেষের দিকে। পর্যবেক্ষকদের মতে, রাজ্য সরকার যে পুরসভাগুলির ভোট করানোর তোড়জোড় করছে, তা বেশ কয়েকটি পুরসভার প্রশাসনিক পদে রদবদলেই মালুম। 

{link}
গত কয়েক বছর বহু কেন্দ্রে ফাকা পরে রয়েছে কাউন্সিলারের পদ।বিকল্প অন্য ভাবে চলছে কাজকর্ম। তাই সেই কাজকর্ম সঠিক ভাবে করানোর জন্য যথাসম্ভব তাড়াতাড়ি ভোট সেরে ফেলতে চাইছে রাজ্য সরকার।কিন্তু কবে এই ভোট সম্পূর্ণ হয়ে সেটাই অপেক্ষার।
{ads}

news politics vote corporation TMC BJP Mamata Banerjee Covid 19 Corona Virus West Bengal India

Last Updated :