header banner

ভোট পরবর্তী হিংসায় আকাশ যাদবের খুনের তদন্তে সিবিআইয়ের দুই প্রতিনিধি দল

article banner

কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযাই রাজ্যে ভোট পরবর্তী হিংসার তদন্তে নেমেছে সিবিআই। একাধিক ভোট পরবর্তী হিংসায় নাম উঠে আসা ঘটনাস্থলে গিয়ে তদন্ত করছেন তারা। এবার ভোট পরবর্তী হিংসায়  আকাশ যাদব খুনের ঘটনার তদন্তে নেমছে সিবিআইয়ের দুই প্রতিনিধি দল। সোমবার বেলায় সিবিআইয়ের দুই প্রতিনিধি জগদ্দল থানার অধীনস্ত ভাটপাড়া পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের মোতিভবন এলাকায় শ্রীহরি উচ্চ বিদ্যালয়ে আসেন। সেখানে ঘটনার প্রত্যক্ষদর্শী দুজনকে কিছুক্ষন জিজ্ঞাসাবাদ করেন। প্রসঙ্গত, গত ২ মে ভোটের ফল প্রকাশের দিন বেলায় জগদ্দলের ১৭ নম্বর ওয়ার্ডের পুরানীতলার বাসিন্দা জুটমিল শ্রমিক আকাশ জাদবকে গুলি করে খুন করা হয়েছিল বলে সূত্রের খবর। উপরন্ত অভিযোগ, খুনে অভিযুক্তরা কেউ ধরাও পড়েনি। এখন সিবিআই-এর তদন্তের কি ফলাফল উঠে আসে তাই দেখার বিষয় হয়ে দাঁড়াবে। কেউ গ্রেপ্তার হবেন? গ্রেপ্তার হলে কে বা কারা গ্রেপ্তার হয় সেখানেও প্রশ্ন উঠছে। 

{ads}

news post poll violence politics CBI investigation Bhatpara TMC BJP Crime Murder West Bengal India রাজনীতি সংবাদ সিবিআই

Last Updated :