header banner

দীর্ঘদিন ধরে অবৈধ নির্মান, নথিপত্র জাল করার অভিযোগে বালিতে গ্রেপ্তার প্রমোটার

article banner

নিজস্ব সংবাদদাতা, হাওড়াঃ দীর্ঘদিন ধরেই 'বেআইনি' বহুতল নির্মাণ করতে গিয়ে সরকারি নথি, স্ট্যাম্প, আধিকারিকদের সই, এমনকি বিভিন্ন এগ্রিমেন্ট জাল করার অভিযোগ উঠেছিলো বেলুড়ের এক  প্রমোটারের বিরুদ্ধে। বেলুড় থানায় এই নিয়ে কয়েকদিন আগে লিখিত অভিযোগ দায়ের হয়। অভিযোগ পেয়েই তদন্ত শুরু হয়। মঙ্গলবার রাতে সেই অভিযুক্ত  প্রমোটার মিলন রায়চৌধুরীকে গ্রেপ্তার করেছে বালি থানার পুলিশ। বুধবার ধৃতকে হাওড়া সিজেএম আদালতে পেশ করা হয়। যদিও সাংবাদিকদের সামনে ধৃত ওই প্রমোটার তার বিরুদ্ধে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন।

{link}
প্রসঙ্গত, বহুতল নির্মাণ করতে গিয়ে সরকারি নথি, স্ট্যাম্প, আধিকারিকদের সই, এমনকি বিভিন্ন এগ্রিমেন্ট জাল করা সহ আরও বেশ কিছু অভিযোগ উঠেছিল বেলুড়ের ওই প্রমোটারের বিরুদ্ধে। অভিযোগ, আদালতের জুডিশিয়াল আধিকারিকের সই ও স্ট্যাম্প জাল করে, বিভিন্ন সময়ে কন্ট্রাক্ট পেপার তৈরি করছিলেন ওই প্রমোটার। এই কাজে যুক্ত থাকার অভিযোগ উঠেছিল তার ছেলের বিরুদ্ধেও। সম্প্রতি তারই প্রমোটারি সংস্থায় কর্মরত এক ঠিকাদার ঠিকাদার নিজে 'প্রতারিত' হয়ে তাঁর আইনজীবী মারফত জানতে পারেন তাঁকে দেওয়া চুক্তিপত্রটি জাল। চুক্তিপত্রে ব্যবহার করা আধিকারিকদের স্ট্যাম্প ও সই সবকিছুই জাল। এরপরেই বিষয়টি নিয়ে প্রশাসনের দ্বারস্থ হন ওই ঠিকাদার। বেলুড় থানায় সেইমর্মে লিখিত অভিযোগ দায়ের করেছিলেন তিনি। হাওড়া পুলিশের কমিশনার, ডেপুটি কমিশনার নর্থ সহ বিভিন্ন উচ্চপদস্থ আধিকারিকদের কাছেও লিখিত অভিযোগ দায়ের করেছিলেন ওই ঠিকাদার। লিখিত অভিযোগ দায়ের হয় বেলুড় থানাতেও। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেন অভিযুক্ত প্রমোটার। তাঁর দাবি, তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। সমস্ত অভিযোগই ভিত্তিহীন। এখন পুলিশি তদন্তে কি তথ্য উঠে আসে তাই দেখার বিষয়।

হাওড়ার বুকে অবৈধ নির্মান নতুন কিছু নয়। দীর্ঘদিন ধরেই এই সমস্যায় ভুগছে হাওড়া কর্পোরেশন। কোন নির্মান হচ্ছে সম্পূর্ন অবগত অবস্থায়,আবার কোন নির্মান চোখের আড়ালে। কিছু নির্মান অবৈধভাবে তৈরি হওয়ার তথ্য পেয়ে পেয়ে তা ভেঙে দেওয়াও হয়েছে কর্পোরেশনের পক্ষ থেকে। তবে এহেন অনৈতিক কাজকর্ম করতে থাকা প্রমোটারেরে নাম উঠে আসায় তা চিন্তা বাড়িয়েছে সাধারন মানুষ ও কর্পোরেশন উভয়েরই। 
{ads}

news promoter arrested Illegal construction fake papers Bally Howrah India সংবাদ

Last Updated :