header banner

ক্যারি রোড, ধুলাগোড় থেকে শুরু করে শলপ, হাওড়ার একাধিক স্থান পুড়ছে বিক্ষোভের আগুনে

article banner

নিজস্ব সংবাদদাতা, হাওড়াঃ মুখ্যমন্ত্রীর অনুরোধ বিফলেই। বৃহস্পতিবারের পর শুক্রবারেও বিজেপি নেত্রী নুপুর শর্মার করা মন্তব্যে ইসলামের নবী মহম্মদের অপমান হওয়ার বিরুদ্ধে ফের প্রতিবাদে সামিল হলেন মুসলিম সম্প্রদায়ের লোকেরা। যার জেরে সকাল থেকে বিক্ষোভের কারনে অবরুদ্ধ একাধিক এলাকা। ক্যারি রোড, নতুন রাস্তা, ধুলাগোড় ৬ নং জাতীয় সড়ক, সলপ-এর মতো যায়গায় রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি। সলপে পুলিশের গাড়িতে ভাংচুর চালানোর পাশাপাশি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। পুলিশ বহু চেষ্টা করলেও পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ।  

{link}
তাদের দাবি অবিলম্বে নূপুর শর্মাকে গ্রেফতার করতে হবে। তার ফাঁসির দাবিতে আজকে ফের হাওড়া শহরের বিভিন্ন জায়গায় নতুন রাস্তা,টিকিয়াপারা, ক্যারি রোড অবরোধ করেন মুসলিম সম্প্রদায়ের লোকেরা। নুপুর শর্মা তাদের নবী মোহাম্মদকে কটু কথা বলেছেন। অবিলম্বে এই ঘটনার বিচারের দাবি জানান তারা। অন্যদিকে প্রতিবাদের কারনে বিপর্যস্ত জনজীবন ও নাগরিক পরিষেবা। 
{ads}

news protest Carry Road Dhulagor Shalap CM Mamata Banerjee West Bengal India সংবাদ

Last Updated :