header banner

হাওড়ার শিক্ষাভবনের সামনে বিক্ষোভ প্রাথমিক টেট উত্তির্ন ট্রেন্ড চাকরি প্রার্থীদের

article banner

টেট পরীক্ষা হয়েছে ২০১৪ সালে। কিন্তু এখন চাকরি পাননি অনেকেই। তাই আজ মাথায় রিবন বেঁধে প্ল্যাকার্ড নিয়ে হাওড়া জেলাতে। হাওড়ার শিক্ষাভবনের সামনে বিক্ষোভ প্রাথমিক টেট উত্তির্ন ট্রেন্ড চাকরি প্রার্থীদের। ২০১৪সালে প্রাথমিক টেট উত্তীর্ণদের অনেকেই এখন চাকরি পাননি। ২০২০সালের নভেম্বর মাসে নবান্ন থেকে মুখ্যমন্ত্রী সকলে চাকুরী দেওয়ার প্রতিশ্রুতি দেন। মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিলেও এখন পর্যন্ত কোন সুরাহা হয়নি টেট উত্তরন পরীক্ষার্থীদের । তাই এদিন রাজ্যের অন্যান্য জেলার মত হাওড়া জেলাতেও ডিপিএসসি চেয়ারম্যানের কাছে স্মারকলিপি দিলেন জেলার প্রাইমারি টেটপাস ট্রেন্ড কিন্তু নট ইনক্লুডেড চাকরি প্রার্থীরা। আগের  বারের মত এবারে তাঁরা দিদির মূখ থেকেই আবার আশ্বাসবাণী শুনতে চান। তাই সেই মর্মে “দিদি কেন চুপ?” প্ল্যাকার্ড নিয়েই  এদিন বিক্ষোভ দেখান চাকরি প্রার্থীরা।

{link}

{ads}

news protest Howrah TET Mamata Banerjee Nabannna Cheif Minister West Bengal India

Last Updated :