header banner

৩দিন ধরে দপ্তরের সামনে ধর্নায় বসে বিএসএনএল এর অস্থায়ী কর্মীরা

article banner

গত তিনদিন ধরে ধর্নায় শিলিগুড়ির বিএসএনএল দপ্তরের অস্থায়ী কর্মীরা। সামনে বকেয়া বেতনের দাবিতে বিগত ৩দিন ধরে দপ্তরের সামনে ধর্নায় বসে বিএসএনএল এর অস্থায়ী কর্মীরা। এক কর্মী জানান, অনিশ্চিত কালের জন্য তারা ধর্নায় বসেছেন।তাদের সমস্যার সমাধান না হলে পরবর্তীতে তারা শহরের গুরুত্বপূর্ণ রাস্তা হিলকার্ড রোড অবরোধ করবে। পাশাপাশি তারা স্লোগানের মাধ্যমে জানান বিএসএনএল গ্রাহকদের যে সমস্ত সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তার দায়ী হলো বিএসএনএল এর আধিকারিকেরা। এদিন দপ্তরে আসা এক গ্রাহক জানান, তিনি কাজের ফাঁকে এই দপ্তরে এসেছেন তবে কর্মীরা ধর্নায় বসার ফলে দপ্তরের কাজ বন্ধ রয়েছে তাই আবার ফিরে যেতে বাধ্য হচ্ছে।

{link}
রাজীব মণ্ডল নামে এক কর্মী জানান, গত ১৩ মাস ধরে তাদের বেতন বাকি রয়েছে। বিএসএনএল কর্তৃপক্ষ এখনও বকেয়া পরিশোধ করেনি। তাই তারা বেতন ও বোনাসের দাবিতে বিক্ষোভ করে। আগামী দিনে কোনও সমাধান না দেওয়া হলে, সমস্ত রাজ্যে বিএসএনএল অফিসের সামনে বিক্ষোভ করার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। 
{ads}

news protest Siliguri BSNL contractual workers West Bengal Howrah India

Last Updated :