header banner

বিশ্বভারতীতে ছাত্র ছাত্রীদের বহিষ্কার প্রত্যাহারের দাবিতে আন্দোলন অব্যাহত

article banner

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ছাত্র ছাত্রীদের বহিষ্কার প্রত্যাহারের দাবিতে সমর্থন জানিয়ে চলছে আন্দোলন। উপাচার্যের বিরুদ্ধে পড়ুয়ারাদের আন্দোলন আজ ৪ দিন পদার্পণ করেছে। এদিন  ছাত্র ছাত্রীরা সকাল ১০ টা শহরের রাস্তায় বোলপুর নাগরিক মঞ্চ তৈরি করে। তারপর সেই বোলপুর নাগরিক মঞ্চের মিচ্ছিল হয়। এরপর মিচ্ছিল উপাচার্য বাড়ির সামনে আসতেই ব্যাপক উত্তাল পরিস্থিতি তৈরি হয় নাগরিক । 
মিচ্ছিল শেষে ছাত্র ছাত্রীরা উপাচার্য বাড়ির  গেটে ছাত্র সংগঠন আন্দোলনের ফ্লেক্স লাগানোর সিদ্ধান্ত নেয় পড়ুয়ারা।এর পরই পড়ুয়ারাদের সাথে  উপাচার্যের বাড়ির নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বচসা থেকে হাতাহাতি শুরু হয়। প্রায় ঘন্টা খানেক চলে এই  ধস্তাধস্তি আন্দোলন কারী পড়ুয়ারাদের সাথে বিশ্বভারতীর নিরাপত্তা রক্ষীদের। 

{link}
শেষ মেষ পড়ুয়ারা তরিঘরি বাঁশ লাঠি দরি নিয়ে বিশ্বভারতীর উপাচার্য গৃহের  গেটের সামানে ছাত্র ছাত্রীরা নিজেদের ব্যানার লাগিয়ে দেওয়া হয়। এমনকী গৃহের গেটের সামনে অস্থায়ী মঞ্চ বানিয়ে ফেলে পড়ুয়ারা নিজে। এই মুহুর্তে দুটি মঞ্চ গঠিত করেছে আন্দোলন কারী পড়ুয়ারা উপাচার্য গৃহের সামনে। 

{link}
তাদের দাবি যতক্ষণ না পূর্ণ হচ্ছে তাদের দাবি ততক্ষণ  অবস্থান বিক্ষোভ আব্যহত থাকবে বলে জানিয়েছেন পড়ুয়ারা। এমনকী এই আন্দোলন আর্থিক সাহায্য করেছে  বিশ্বভারতীর উপাচার্যের একাংশ ঘনিষ্ঠ আধিকারিকেরা, বলে দাবি পড়ুয়ারাদের ।তাদের নাম সহ একটি পোস্টার রাখা হয়েছে গেটের সামনে। তবে এ বিষয়ে সারসারি কোনো ভাবে মুখ খুলতে নারাজ ওই আধিকারিকেরা। পড়ুয়াদের দাবি কবে মানবেন উপাচার্য ,কবেই বা শেষ হবে এই আন্দোলন এটাই দেখবার।
{ads}

news protest student chancellor Student Bishwa Bharati University Howrah West Bengal India

Last Updated :