header banner

রানাঘাট স্টেশনে উদ্বোধিত অত্যাধুনিক ট্রেন, চলমান সিঁড়ি

article banner

ট্রেন দেখলে মেট্রো নাকি সেই পরিচিত যাত্রীবাহী ট্রেন বিশ্বাস করে উঠতে পারবেন না। এহেন ট্রেনই এবার থেকে চোখে পড়বে রানাঘাটে। সত্যিই ট্রেন নাকি মেট্রো রেল বিশ্বাস করতে পারবেন না দেখে, কারন ট্রেনেই মেট্রো রেলের ন্যায় এলইডি স্ক্রিন, যাতে দেখানো হচ্ছে স্টেশনের নাম, ঝাঁ চকচকে কম্পার্টমেন্ট। সত্যিই অবাকই হয়েছেন যাত্রীরাও।

{link}

শিয়ালদহ থেকে লালগোলা শাখায় উদ্বোধন হলো এমনই একটি অত্যাধুনিক নতুন ট্রেনের। ওই শাখায় মোট চারটি অত্যাধুনিক ট্রেন চলবে। নদীয়া রানাঘাট স্টেশনে এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব রেলের ডি আর এম এবং রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকার। এর পাশাপাশি রানাঘাট স্টেশনে একটি চলমান সিঁড়ির উদ্বোধন হয় এদিন। এ বিষয়ে সাংসদ জগন্নাথ সরকার বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অনুপ্রেরণায় গোটা দেশজুড়ে যেভাবে উন্নয়নের জোয়ার বইছে রেল তার ব্যতিক্রম নয়। রেলের পরিষেবা সাধারণ মানুষ যাতে আরও ভালোভাবে পায় সেই কারণেই এদিন অত্যাধুনিক একটি ট্রেনের উদ্বোধন করা হলো। এই ট্রেনটিতে প্রতিটি কামরায় সিসিটিভি ক্যামেরা রয়েছে। শুধু তাই নয় প্রতিটি কামরায় এলইডি স্ক্রিন থাকবে এবং তাতে লেখা থাকবে কোন স্টেশনে ট্রেন টি দাঁড়াচ্ছে। স্বাভাবিকভাবেই পুরোটাই মেট্রোরেলের মতোই পরিষেবা পাবে সাধারণ মানুষ। এর পাশাপাশি নদীয়া জেলায় এই প্রথম রানাঘাট স্টেশনে চলমান সিঁড়ি উদ্বোধন করা হয়। এতে সাধারণ মানুষের আরও সুবিধা হবে বলেই মনে করছেন রেল কতৃপক্ষ ও সরকার। 

{link}

কিন্তু প্রশ্ন হচ্ছে, আদৌ কি এই প্রাপ্তির মর্যাদা রাখতে পারবেন যাত্রীরা? কারন ভারতীয় রেল-এর কম্পার্টমেন্ট খুব বেশিদিন সুন্দর অবস্থায় থাকে বলে চোখে পড়ে না। সেই দিক থেকে সব কিছু চিন্তাভাবনা করে এবং পর্যবেক্ষন করেই আবেদন, ভারতীয় রেল আপনার, তাকে সুন্দর, স্বচ্ছ এবং সুরক্ষিত রাখার দায়িত্বও আপনারই। 
{ads}

news railways Indian Railways Train Ranaghat Station Sealdah Nadia West Bengal India ট্রেন নদীয়া সংবাদ

Last Updated :