নিম্নচাপের জেরে গতকাল রাত থেকে দফায় দফায় মুশলধারে বর্ষণের জেরে ১৬ নম্বর জাতীয় সড়কের দুধারের গ্রামগুলি প্লাবিত হয়ে পরে।ঘূর্ণাবর্তের এই বৃষ্টিতে জলমগ্ন উলুবেড়িয়ার বাসদেবপুর বলরামপোতা গ্রাম। প্রতিবাদে বলরামপুর এলাকায় ১৬ নং জাতীয় সড়কের একটি লেন অবরোধ গ্রামবাসীদের।
তাদের অভিযোগ প্রতিবারেই অল্প বৃষ্টি হলেই জলমগ্ন হয়ে পড়ে গ্রামের পুরো এলাকা। বারবার অভিযোগ করলেও কোন ফল পাওয়া যায়নিপ।প্রতিবারের মতোই গতকাল রাতভোর প্রবল বৃষ্টির পরেই এলাকা জলমগ্ন হয়ে পড়েছে।তাই শেষ পর্যন্ত আর কোন রাস্তা খুঁজে না পেয়ে তারা এই বিক্ষোভের রাস্তা বেছে নিয়েছেন।
দিনের পর দিন চলতে থাকা এই দুরবস্থার প্রতিবাদেই এই অবরোধ বলে জানিয়েছেন গ্রামের লোকজন। পরে ঘটনাস্থলে এসে উপস্থিত হয় পুলিশ। তবে এখনও পর্যন্ত কোন সুরাহা মেলেনি বলেই সূত্রের খবর।