header banner

করোনা পরিস্থিতি ও আবহাওয়ার পূর্বাভাসের কারনে কপালে চিন্তার ভ্রূকুটি মৃৎশিল্পীদের

নিজস্ব সংবাদদাতাঃ গত দু'বছর ধরে মহামারীর কারণে লকডাউন থেকে আংশিক লকডাউন জারি করেছে কেন্দ্র ও রাজ্য সরকার। যার কারণে বন্ধ হয়ে যায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান গুলি, গত দু'বছর ধরে ধুমধামের সাথে কোথাও সেইভাবে সরস্বতী পুজো হয়নি। স্কুল এবং কলেজে নিয়ম রক্ষার্থে করা হয়েছিল মা সরস্বতীর আরাধনা। এবছর করোনার তৃতীয় গ্রাফ, আবারো থমকে গিয়েছিল সবকিছুই রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী করোনা সংক্রমণ রুখতে জারি হয় করা বিধি নিষেধ। 

{link}
অল্পকিছুদিন যেতেই আবার সবকিছুই ধীরে ধীরে স্বাভাবিক হতে চলেছে, ইতিমধ্যে কুমোরটুলি গুলিতে সরস্বতী প্রতিমা তৈরীর কাজে হাত লাগিয়েছে কুমোরটুলির মৃৎশিল্পীরা। মৃৎ শিল্পীদের দাবি গত দু'বছরে করোনা আবহের কারণে তারা সেই অর্থে প্রতিমা বানিয়েও লাভ অংশ খুঁজে পাননি। এবছর তারা ঝুঁকি নিয়ে আবারো সরস্বতী প্রতিমা তৈরীর কাজে হাত লাগিয়েছেন। আবহাওয়া দপ্তরের ঘোষণা অনুযায়ী সামনেই প্রাকৃতিক দুর্যোগ সরস্বতী পুজোর আগে কিভাবে প্রতিমা তৈরির কাজ শেষ করবেন এই নিয়ে দুশ্চিন্তায় কুমোরটুলির মৃৎশিল্পীরা। গত দু'বছরে এমনিতেই তারা প্রতিমা তৈরীর অর্ডার না পাওয়ার কারণে অনেকেই মৃৎশিল্পের কাজ ছেড়ে অন্য কাজ খুঁজে নিয়েছেন। আবারো লাভ অংশ খুঁজে পাওয়ার আশায় বিভিন্ন কুমোরটুলিতে প্রতিমা তৈরীর কাজ চলছে জোর কদমে।

{link}
তবে এহেন সময়েরি স্কুল খোলার সংবাদ কিছুটা হলেও সাময়িক স্বস্তি জাগিয়েছে মৃৎশিল্পীদের মনে। এখন তাদের কাছে একটি বড়ো চিন্তার কারন আবহাওয়া। শেষ পর্যন্ত কি পরিস্থিতি থাকে, তাই দেখার বিষয়। 
{ads}

news saraswati puja 2022 Kumartuli Idol Ma Saraswati Covid-19 weather West Bengal India সরস্বতী পুজো সংবাদ

Last Updated :