header banner

ফেল করেও পাশ করিয়ে দেওয়ার দাবিতে মুর্শিদাবাদের একটি স্কুলে বিক্ষোভ ছাত্রীদের

article banner

গতকাল রাজ্যে প্রকাশিত হয়েছে উচ্চ-মাধ্যমিকের ফলাফল, সেই ফলাফলেই উচ্চ মাধ্যমিকে রাজ্যে প্রাউ ১০০ শতাংশ পরীক্ষার্থীই পাশ করেছেন। কিন্তু উচ্চমাধ্যমিকে রাজ্যে ৯৭% ছাত্রছাত্রী পাশ করলেও বহরমপুর থানার হাতিনগর সারদা বিদ্যাপীঠ স্কুলে পাশ করেছে মাত্র ৫০% ছাত্রী। আর সেই কারনেই শিক্ষিকাদের আটকে রেখে শুক্রবার সকালে বিক্ষোভ ফেল করা ছাত্রীদের। তাদের দাবি শিক্ষাকাদের গাফিলতিতে এই স্কুলের ছাত্রীরা ফেল করেছে। পরে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে। 

{link}
স্কুলের প্রধান শিক্ষিকা মিতালী চৌধুরী জানিয়েছেন, এই স্কুল থেকে এবার ১০৪ জন ছাত্রী উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। কিন্তু পাশ করেছে মাত্র ৫২ জন ছাত্রী। ছাত্রীদের একাদশ শ্রেনীর ফলাফলের ভিত্তিতে এবারের ফলাফল হয়েছে। অন্যদিকে ছাত্রীরা জানিয়েছেন স্কুলের প্রধান শিক্ষিকা একাদশ শ্রেনীতে ছাত্রীদের ২ পরীক্ষা নেয় নি। উপরন্তু ভর্তি বাবদ টাকা এমনকি মার্কশিট নিতে গেলেও ৫ টাকা করে ছাত্রীদের দিতে হচ্ছে। যদিও এই প্রসঙ্গে শিক্ষিকাদের যুক্তিতেই বেশি গুরুত্ব দিয়েছেন পুলিশ প্রসাশন। বোর্ডের কাছে অভিযোগ গেলেও সবরকম প্রমান দেখাতে প্রস্তুত শিক্ষিকারা। নায্য কারনেই ফেল করানো হয়েছে বলে মতামত তাদের। বহরমপুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।


 
{ads}

news West Bengal HS Examination Higher Secondary Examination students students protest Murshidabad সংবাদ উচ্চ-মাধ্যমিক পরিক্ষার্থী

Last Updated :