header banner

সরস্বতী পুজোর আগেই ৩রা ফেব্রুয়ারি থেকে রাজ্যে খুলছে সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান

নিজস্ব সংবাদদাতাঃ অবশেষে নবান্ন থেকে ঘোষনা করলেন মুখ্যমন্ত্রী। আগামী ৩রা ফেব্রুয়ারি থেকে রাজ্যে খুলছে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। ৫ই ফেব্রুয়ারি সরস্বতী পুজোর কথা মাথায় রেখেই খোলা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলি। তবে স্কুল খোলা হচ্ছে অষ্টম শ্রেনী থেকে। অষ্টম, নবম, দশম ও দ্বাদশ শ্রেনীর জন্য স্কুল খোলার নির্দেশ দেওয়া হয়েছে। এর পাশাপাশি জানানো হয়েছে পঞ্চম থেকে সপ্তম শ্রেনীর জন্য পাড়ায় পাড়ায় ক্লাসরুমের ব্যাবস্থা করা হবে। পরে পরিস্থিতি বুঝে সম্পূর্ন স্কুল খোলার সিদ্ধান্ত গ্রহন করা হবে। এর পাশাপাশি সমস্ত কলেজ  ও বিশ্ববিদ্যালয়গুলিও খোলার নির্দেশ দেওয়া হয়েছে। 

{link}
আজ দুপুরে ৩টের সময় নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী নতুন কোভিড বিধি অর্থাৎ ১লা ফেব্রুয়ারি থেকে ১৫ই ফেব্রুয়ারির জন্য নিয়মকানুন ও নির্দেশগুলি প্রকাশ করেন। উল্লেখযোগ্যভাবে ওয়ার্ক ফ্রম হোম সহ আরও বেশ কয়েকটি ক্ষেত্রে, যেমন- রেস্তোরা ও সিনেমাহলের উপস্থিতির মাত্রা ৫০% থেকে ৭৫% করা হয়েছে। ছাড় দেওয়া হয়েছে নাইট কার্ফুর ক্ষেত্রেও। রাত্রি ১০টার পরিবর্তে ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত জারি থাকবে কার্ফু। যার ফলে রাজ্যে বাড়তে থাকা করোনা পরিস্থিতির কারনে হওয়া বিধিনিষেধ আজ আরও বেশ কিছুটা শিথিল হল। 

{link}
উল্লেখযোগ্যভাবে পানশালা অর্থাৎ রেস্তোরা, বার ইত্যাদি খোলা রেখে স্কুল বন্ধ করার প্রতিবাদে রাজ্যের একাধিক রাজনৈতিক সংগঠন পথে নেমে বিক্ষোভ প্রদর্শন করছিল। তাদের একমাত্র দাবি ছিল, যত দ্রুত সম্ভব স্কুল খুলতে হবে। ৭ই ফেব্রুয়ারি থেকে একটা অংশের শিক্ষকরা নিজেরাই স্কুল খুলবেন বলে দাবি করেছিলেন। যার ফলে বিষয়টিকে কেন্দ্র করে বেশ উত্তপ্ত ছিল রাজ্য। এছাড়াও সরস্বতী পুজোয় কি হবে সেই নিয়েও চিন্তায় ছিল স্কুল কতৃপক্ষগুলি। আজ এই সব প্রশ্নেরই উত্তর দিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। সরস্বতী পুজোর পূর্বেই আগামী ৩রা ফেব্রুয়ারি থেকে রাজ্যে ফের খুলতে চলেছে শিক্ষাপ্রতিষ্ঠানের দরজা। 
{ads}

news school collage education Saraswati Puja Mamata Banerjee school collage re open Covid 19 West Bengal India স্কুল কলেজ সংবাদ

Last Updated :