নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ করোনা পরিস্থিতির কারনে দীর্ঘদিন ধরে বন্ধ স্কুল কলেজ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। যার প্রতিবাদে দীর্ঘদিন ধরে পথে নেমে বিক্ষোভ প্রদর্শন করছে বাম ছাত্র সংগঠন সহ একাধিক বাম সংগঠন। এবার সেই একই পথে হাঁটল কংগ্রেসও। কোভিড বিধি মেনে সমস্ত স্কুল কলেজ খোলার দাবিতে প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ দেখাল মুর্শিদাবাদ জেলা ছাত্র পরিষদ। বৃহস্পতিবার দুপুরে বহরমপুর জেলা ছাত্র পরিষদ অফিস থেকে মিছিল বের করে সেই মিছিল যায় প্রশাসনিক ভবনে। সেখানে বেশ কিছুক্ষন বিক্ষোভ প্রদর্শন করার পর,সেখান থেকে মিছিল করে তারা যায় ডি,আই অফিসের সামনে সেখানেও বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখায় মুর্শিদাবাদ জেলা ছাত্র পরিষদের কর্মীরা।
{link}
মুর্শিদাবাদ জেলা ছাত্র পরিষদ সভাপতি হজরত আলী বলেন যেখানে রাজ্যজুড়ে মেলা, খেলা হচ্ছে এমনকি সমস্ত রাজনৈতিক দলের কর্মসূচি সভা মিছিল হচ্ছে সেখানে কোভিড বিধি মেনে স্কুল কলেজ খোলার ব্যবস্থা করা হচ্ছে না কেন? স্কুল কলেজ বন্ধ রেখে ছাত্র-ছাত্রীদের ভবিষ্যতকে অন্ধকারের দিকে ঠেলে দিতে চাইছে এই সরকার তাই তাদের এই বিক্ষোভ। তাদের দাবি অবিলম্বে রাজ্যের সমস্ত স্কুল-কলেজ খুলতে হবে। না হলে আগামীতে তারা আরও বৃহত্তর আন্দোলনে সামিল হবেন। উল্লেখযোগ্যভাবে প্রায় সমস্ত বিরোধী দলই রাজ্যে স্কুল কলেজ খোলার দাবিতে এহেন বিক্ষোভ কর্মসূচীতে সামিল হচ্ছে। যদিও সেইভাবে প্রতিরোধ বা প্রতিবাদ করতে দেখা যায়নি। এখন রাজ্য সরকার পরিস্থিতি নিয়ন্ত্রনে কি পদক্ষেপ গ্রহন করে বা কবে শিক্ষা প্রতিষ্ঠান খোলার নির্দেশ দেয়, সেই দিকেই তাকিয়ে রাজ্যবাসী।