header banner

'৭ ফেব্রুয়ারি থেকে আমরা নিজেরাই স্কুল খুলবো'- নদিয়ায় বিক্ষোভ প্রাইভেট স্কুল শিক্ষকদের

নিজস্ব সংবাদদাতা, নদীয়াঃ করোনা আবহে ফের রুদ্ধদ্বার স্কুল কলেজ। কবে খুলবে সেই সম্পর্কেও কোন নিশ্চয়তা নেই। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে আমরা নিজেরাই স্কুল খুলবো, প্রশাসন যা ব্যবস্থা নেওয়ার নিতে পারে। এবার পাড়ায় পাড়ায় স্কুল চালু করার তীব্র প্রতিবাদ জানিয়ে ডি আই অফিসের সামনে বিক্ষোভ  নদীয়া জেলা বেসরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকাদের। তাদের গলায় বিক্ষুব্ধতা ও প্রতিবাদের সুর স্পষ্ট।

{link}
উল্লেখ্য শিক্ষা দপ্তরের তরফ থেকে ঘোষণা করা হয় এবার স্কুলে নয় ছাত্রছাত্রীদের পড়াশোনা হবে পাড়ায় পাড়ায়। মূলত এই ঘোষণার তীব্র প্রতিবাদ জানিয়ে পথে নামল বেসরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকারা। তাদের দাবি গোটা দেশে প্রায় ২৫ হাজারেরও বেশি বেসরকারি স্কুল রয়েছে। আড়াই লক্ষ বেশি শিক্ষক-শিক্ষিকা রয়েছে। স্কুল দীর্ঘদিন ধরে বন্ধ থাকার কারণে অনেকে মারা গেছেন আবার অনেকে দিনমজুর করে সংসার চালাচ্ছেন। এই পরিস্থিতিতে রাজ্য সরকারের নির্দেশিকা কে ঘিরে তীব্র আন্দোলনে নেমেছে তারা। তাদের দাবি আগামী ৭ ফেব্রুয়ারি শিক্ষক-শিক্ষিকারা নিজেদের উদ্যোগে প্রতিটি বেসরকারি স্কুল খুলবে। প্রশাসন জেলে বললেও তাদের কোনো যায় আসে না। সেই কারনে তাদের যদি জেলেও ভরে দেওয়া হয়, তাতেও তাদের কোন যায় আসেনা বলেও মন্তব্য করেন তারা। মূলত এই দাবী নিয়ে নদীয়া জেলার কৃষ্ণনগরে ডিআই অফিসের সামনে বিক্ষোভ দেখান একাধিক শিক্ষক ও শিক্ষিকা। রাজ্যের শিক্ষা প্রতিশষ্ঠান খোলা ও বন্ধ কে কেন্দ্র করে রীতিমতো উত্তপ্ত হচ্ছে পরিস্থিতি। কবে খুলবে ফের শিক্ষাপ্রতিষ্ঠানের দ্বার? 
{ads}

news school collage teachers private school teachers protest Nadia Covid 19 West Bengal India নদিয়া সংবাদ

Last Updated :