header banner

অবশেষে মুখে চওড়া হাঁসি নিয়ে স্কুলে ফিরল ক্ষুদেরাও, রাজ্যে সম্পূর্ন খুলল স্কুল

article banner

নিজস্ব সংবাদদাতাঃ অবশেষে ফের কচিকাঁচাদের পা পড়ল স্কুল প্রাঙ্গনে। দীর্ঘ সময় বাদে খুলেছে স্কুল, তবে সরস্বতী পুজোর সময়েও তাদের মেলেনি স্কুলে আসার অনুমতি। পাড়ায় শিক্ষালয়-এর ক্লাস করেও যেন আনন্দ আসছিল না মনে, কিন্তু আজ অবশেষে এক্কেবারে গাল জোড়া হাঁসি। দেখা হচ্ছে পুরোনো বন্ধুদের সাথে, বেঞ্চে বসে চলছে দেদার খুনসুটি ও আড্ডা। অবশেষে হাসি ফুটল প্রাথমিকের পড়ুয়াদের। রাজ্যজুড়ে আজ থেকে খুলে গেল সম্পূর্ন স্কুল। 

{link}
সকাল থেকেই মুখে লম্বা চওড়া হাঁসি নিয়ে স্কুলে প্রবেশ করছে ছোট্ট ছোট্ট সমস্ত বাচ্ছারা। যে ছবি দেখা যায়নি প্রায় দুই বছর। আজ তাই ফিরে পেল রাজ্যের সমস্ত স্কুল প্রাঙ্গন। সহপাঠীদের সঙ্গে বসে একই ক্লাসরুমে পঠনপাঠনের সুযোগ পেয়ে আপ্লুত তারাও। পড়ুয়ারা জানিয়েছে, দীর্ঘ সময় স্কুল বন্ধ থাকায় পড়াশোনা অনেকটাই ভুলে গিয়েছে তারা। অনলাইন ক্লাস হলেও তাতে অসুবিধে হত। পড়া বুঝতে সমস্যা হত। তবে এবার তার সুরাহা হবে বলেই দাবি পড়ুয়াদের। একই বক্তব্য শিক্ষকদেরও। এতোদিনে যেন সত্যিকারের প্রান ফিরে পেল বিদ্যালয়গুলি। 
{ads}

news school re open Primary school children covid-19 West Bengal India স্কুল প্রাথমিক স্কুল পড়ুয়া

Last Updated :