header banner

হাওড়ার নেতাজী সুভাষ রোডে নির্মীয়মান বহুতলে পাখা সারাতে গিয়ে মৃত্যু নিরাপত্তারক্ষীর

article banner

নিজস্ব সংবাদদাতা, হাওড়াঃ হাওড়ার নেতাজি সুভাষ রোডের সুরকিকল এলাকায় পাখা সারাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু এক ব্যক্তির। বিরজু প্রসাদ নামের ওই ব্যক্তি স্থানীয় একটি নির্মীয়মান বহুতলের নিরাপত্তারক্ষীর কাজ করতেন। সোমবার রাতে হাওড়ার শিবপুর থানা এলাকার নেতাজী সুভাষ রোডে সুরকিকলের কাছে ঘটনাটি ঘটে। সকালে নির্মীয়মান বহুতলের অন্যান্য কর্মীদের মধ্যে একজন ওই ব্যাক্তিকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে থাকতে দেখেন। তিনি তৎক্ষণাৎ ওই ব্যাক্তিকে উদ্ধার করে হাওড়া হাসপাতালে নিয়ে গেলে তাকে চিকিৎসকেরা মৃত বলে ঘোষনা করেন।  

{link}
স্থানীয় সূত্রের খবর দীর্ঘ তিন বছর ধরে এলাকার ওই নির্মীয়মান বহুতলে তিনি নিরাপত্তারক্ষীর কাজ করতেন। সোমবার রাতে পাখা খারাপ হয়ে যাওয়ায় এদিন তিনি নিজেই পাখা ঠিক করছিলেন। সেইসময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি জখম হন। আজ সকালে ওই ব্যক্তিকে উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। মৃত ব্যাক্তি বিরজু প্রসাদ ঝাড়খণ্ডের বাসিন্দা বলে স্থানীয় সূত্রে খবর। ঘটনাস্থলে আসে শিবপুর থানার পুলিশ। তারা ঘটনাস্থলে সমস্ত কিছু ক্ষতিয়ে দেখেন। ইতিমধ্যেই মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত চালাচ্ছে পুলিশ। তবে অসতর্কতার কারনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে বলেই প্রাথমিকভাবে অনুমান। 
{ads}

news security guard died electric shock under construction building Howrah West Bengal India সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1
Care and Cure 1

Latest Article