header banner

বাড়িতে মধুচক্র চালানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে, পুলিশি অভিযানে অসংলগ্ন অবস্থায় উদ্ধার ৪

article banner

নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ ২৪ পরগনাঃ শিক্ষকের বাড়িতে মধুচক্র চালানোর অভিযোগ। সকাল বিকাল অসংখ্য অচেনা মানুষদের ভিড় ভাঙরের ওই বাড়িটির সামনে। দলে দলে ছেলেমেয়েরা রহস্যে মোড়া ওই বাড়িটির মধ্যে ঢুকে আবার এক দু ঘণ্টা সময় কাটিয়ে বেরিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা অনেকদিন আগেই এমনটা অনুমান করে অভিযোগ করেন বাড়ির মালিকের কাছে। কিন্তু বাড়ির মালিক এলাকার এক প্রভাবশালী শিক্ষক। তাই প্রতিবাদ করতে চাইলেও কেউ সাহস পাচ্ছিলেন না। অবশেষে পুলিশকে সঙ্গে নিয়েই বাড়িতে ঢুকে পড়ে স্থানীয় কিছু বাসিন্দা। আর সেখান থেকেই অসংলগ্ন অবস্থায় উদ্ধার হয় দুজন যুবক যুবতী।
 {link} 
এলাকাবাসীর অভিযোগ, ভাঙড়ের  স্কুল শিক্ষক আব্দুল মতিন তার তিন তলার বাড়িতে হোটেলের মত রুম নম্বর দিয়ে একাধিক রুম বানিয়েছেন। অনলাইনে হোটেল বুকিং এর মাধ্যমে মাত্র পাঁচশো থেকে হাজার টাকার মধ্যে রুম ভাড়ার বিনিময়ে ওই বাড়িটিতে তিনি যে কাউকে ঘর ভাড়া দিতেন। এজন্য কোন পরিচয়পত্র দেখানোর দরকার পরে না। স্থানীয় বাসিন্দারা বারংবার এই বিষয়টি নিয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করলেও কেউ কোন ব্যবস্থা নেয়নি বলেই তাদের দাবি। ভাঙড় ২ নম্বর ব্লকের বিডিওর কাছেও লিখিত অভিযোগ দায়ের করেন তারা। কিন্তু তাতেও কোন লাভ হয়নি। অবশেষে গ্রামবাসীরা কলকাতার লেদার কমপ্লেক্স থানার পুলিশকে সঙ্গে নিয়ে গিয়ে ওই বাড়িতে অভিযান চালিয়ে অসংলগ্ন অবস্থায় এক গৃহবধূ ও তার পরিচিত এক ব্যক্তিকে উদ্ধার করে। এই ঘটনায় শাসকদল ও পুলিশের একাংশের মদতের অভিযোগ তুলেছেন এলাকাবাসীরা।
 {link}
বনমালীপুর গ্রামের বাসিন্দা শবনম বিবি বলেন, মাধ্যমিক পরীক্ষার শেষে অনেক পরীক্ষার্থী এখানে এসে ঘর ভাড়া নিয়েছিল। পুলিশকে এ বিষয়ে জানানো হলে তারা এক দুদিন লোক দেখানো অভিনয় করার পরেই বন্ধ রাখে তদন্ত। আবার সব কিছু শুরু হয়ে যায় আগের মত। ভাঙড় ২ ব্লকের বিডিও কার্তিকচন্দ্র রায় বলেন ওখানে দীর্ঘদিন ধরে মধুচক্রের আসর বসছে বলে আমার কাছে অভিযোগ করেছিলেন স্থানীয়রা। আমি পুলিশকে বলেছি পুরো বিষয়টি তদন্ত করার জন্য।

{ads}

news South 24 Paragana teacher sexual activities Oyo West Bengal সংবাদ

Last Updated :