header banner

গোপন ভিডিও তুলে ব্ল্যাকমেল, ডিভোর্সের জন্য ডেকে মারধর, পুলিশের দ্বারস্থ স্ত্রী

article banner

নিজস্ব সংবাদদাতা, দক্ষিন ২৪ পরগনাঃ স্ত্রীর গোপন ভিডিও তুলে ব্ল্যাকমেল,  সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি ও মারধর করার অভিযোগ। ঘটনায় নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের স্ত্রীর। ঘটনার তদন্তে পুলিশ। 

{link}
অভিযোগকারী মহিলার অভিযোগ বছর পাঁচেক আগে নরেন্দ্রপুর থানা এলাকার বাসিন্দা প্রবীর ধরের সাথে বিয়ে হয় তার। দুজনের বাড়ি পাশাপাশি এলাকায়। দেখাশোনা করেই তাদের বিয়ে হয়। সম্প্রতি তাদের বনিবনা না হওযায় দুজনে মিলে মিউচুয়াল ডিভোর্সের আবেদন জানায়। সেই মামলার সইয়ের জন্য শুক্রবার স্ত্রীকে বাড়িতে ডাকে অভিযুক্ত। স্ত্রী বাড়িতে এলে তাকে দরজা বন্ধ করে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। স্বামীর পাশাপাশি তার পিসিও মারধর করে। মারধর করার পাশাপাশি তার গোপন ভিডিও সোশাল মিডিযায় ও পর্ণ সাইটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। চিৎকার চেঁচামেচি করে প্রতিবেশীদের সাহায্যে কোনোরকমে ঘটনাস্থল থেকে পালিয়ে আসে সে। রাতেই নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের আক্রান্তের। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

{ads}
 

Sexual harassment blackmail Narendrapur Housewife West Bengal India সংবাদ নরেন্দ্রপুর

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article