header banner

৯ বছরের স্কুল ছাত্রীকে শ্লীলতাহানী, ধূপগুড়িতে গ্রেপ্তার অভিযুক্ত শিক্ষক

article banner

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়িঃ ৯ বছরের তৃতীয় শ্রেণীর স্কুল ছাত্রীকে শ্লীলতাহানি,অভিযোগ  সহকারি স্কুল শিক্ষকের বিরুদ্ধে। শনিবার, চাঞ্চল্যকর  নিন্দনীয় ঘটনা ঘটে ধুপগুড়ি ব্লকের মাগুর্মারি ১ নং গ্রাম পঞ্চায়েতের পূর্ব মাগুরমারি নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে। ঘটনার কারণে  এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় ধুপগুড়ি থানার বিরাট পুলিশ বাহিনী এবং ৱ্যাফ। প্রশাসনের তরফ থেকে অভিযুক্ত শিক্ষককে আটকে রাখা হয় স্কুল ঘরে।  

{link}
তৃতীয় শ্রেণীর স্কুল ছাত্রীর উপর এহেন শারীরিক অত্যাচারের বিরুদ্ধে সরব হয়েছেন ওই এলাকার বাসিন্দারা l স্কুলের যেই ঘরে অভিযুক্ত শিক্ষককে রাখা হয় তার বাইরে বিক্ষোভ দেখাতে থাকেন ওই ছাত্রীর পরিবার পরিজন সহ স্থানীয়রা। ঘটনার সূত্রপাত ঘটে এদিন সকাল এগারোটা নাগাদ। ঘটনার পরেই ঘটনাস্থলে আসে ধুপগুড়ি থানার পুলিশ। পরিস্থিতি ক্রমশ বেসামাল হলে ঘটনাস্থলে আনা হয় ৱ্যাফ। এরপর এই দীর্ঘ চেষ্টায় সেই অভিযুক্ত সরকারি স্কুল শিক্ষককে প্রবল পুলিশি নিরাপত্তায় ঘিরে সেখান থেকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। এখনো পর্যন্ত ওই স্থান যথেষ্ট উত্তপ্ত হয়ে রয়েছে। ঘটনাস্থলে উত্তপ্ত জনতা পুলিশকে ঘিরেও বিক্ষোভ প্রদর্শন করতে  থাকে, অভিযুক্ত শিক্ষক ও স্কুলের  বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে সর্বাধিক শাস্তির দাবি জানান।

{ads}

news teacher molestations schoolgirl Dhupguri Jalpaiguri Crime North Bengal West Bengal India সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article