header banner

পুরোনো শত্রুতার জেরে বিবাদ, গাড়ি ভাঙচুর ও মারামারির কারনে গ্রেপ্তার ৪ তৃণমূল কর্মী

article banner

নিজস্ব প্রতিনিধি: পুরানো শত্রুতার জেরে দু'পক্ষের বিবাদ। তার জেরে রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি, ভাঙচুর করা হল গাড়ি। উত্তর ২৪ পরগনার অশোকনগরের তিন নম্বর স্টেডিয়াম সংলগ্ন এলাকার ঘটনায় রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে এলাকাজুড়ে। দু পক্ষের অভিযোগের ভিত্তিতে অশোকনগর থানার পুলিশ গ্রেফতার করেছে চার তৃণমূল সমর্থককে। ধৃতেরা হল, বাসুদেব দত্ত, শ্রীকৃষ্ণ হালদার, পীযুষ দে ওরফে লালটু ও গোবিন্দ দে। 

{link}
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাত সাড়ে এগারোটা নাগাদ অশোকনগর স্টেডিয়াম সংলগ্ন এলাকায় সুদীপকুমার চক্রবর্তী নামে এক ব্যক্তির বাড়িতে একটি অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন কয়েকজন। সেখানে উপস্থিত ছিলেন গোবিন্দও। সুদীপের বাড়ির সামনেই রাখা ছিল গোবিন্দের স্করপিও গাড়িটি। ওই রাতে সুদীপের বাড়ির সামনে যায় বাসুদেব। পুরানো বিবাদের জেরে সেখানেই গোবিন্দের সঙ্গে বাসুদেবের হাতাহাতি শুরু হয়। পরে গোবিন্দ ও তার ভাইয়ের সঙ্গে বাসুদেব, লালটু, শ্রীকৃষ্ণ সহ কয়েকজনের মারপিট শুরু হয়। প্রত্যেকেই কম-বেশি জখম হয়। অভিযোগ, তার পরেই গোবিন্দের স্করপিও গাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় লাল্টু ও তার দলবল। ঘটনায় উভয় পক্ষের চারজনকে গ্রেফতার করে পুলিশ। সম্পূর্ন ঘটনাটির বিস্তারিত তদন্তও শুরু করেছে পুলিশ। ধৃতদেরকে জেরা করা হচ্ছে, তবে বিস্তারিত কোন তথ্য প্রকাশ্যে আসেনি। 
{ads}

news tmc Trinamool Congress Fight 4 workers arrested crime Car West Bengal India রাজনীতি সংবাদ

Last Updated :