header banner

হাওড়ার পঞ্চাননতলায় বৃক্ষনিধন রুখতে রথের দিন গাছ পুজো পরিবেশ কর্মী সুভাষ দত্তের

article banner

নিজস্ব সংবাদদাতা, হাওড়াঃ হাওড়ার পঞ্চাননতলা রোডের একটি নবনির্মিত আবাসনের প্রবেশ পথের বেশ কিছুটা অংশ জুড়েই বাধা হয়ে দাঁড়িয়েছে দীর্ঘদিনের এক কৃষ্ণচূড়া গাছ। এতবড় গাছটি অন্যত্র প্রতিস্থাপন করাও কার্যত এই মুহূর্তে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এই অবস্থায় গাছটি কাটার তোড়জোড় শুরু হয়েছে বলে অভিযোগ।

{link}
বৃক্ষনিদনের এহেন পদক্ষেপের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন বিশিষ্ট পরিবেশ কর্মী সুভাষ দত্ত। তিনি নিজেও ওই আবাসনের স্থায়ী বাসিন্দা হতে চলেছেন। কিন্তু তিনি চান অসুবিধা সত্ত্বেও যাতে বৃক্ষ ছেদন যাতে না হয়। শুক্রবার ওই আবাসনের গৃহপ্রবেশের দিনেই সুভাষবাবু তাঁর সংগঠনের কর্মীদের নিয়ে গাছ বাঁচাতে গাছের পুজোর আয়োজন করেছেন। পুরোহিতদের মন্ত্রোচ্চারণ, মহিলাদের শঙ্খধ্বনি, উলুধ্বনির মধ্যে রথের দিন সকালে চলছে ওই বৃক্ষ পূজা। গাছের দীর্ঘায়ু কামনা করে হাওড়ার টাউন স্কুলের পাশে আবাসনের সামনে বৃক্ষ পূজা চলছে। সুভাষবাবুর দাবি, গাছ কাটার উদ্যোগের বিরুদ্ধে এর মাধ্যমে সামাজিক বার্তা দিতে চাইছি। এহেন গাছ পুজো দেখে কেউবা অবাক আবার কেউবা দিচ্ছেন বাহবা। এক অন্য লড়াই, একটি প্রান রক্ষার লড়াই, যে প্রানের জন্যেই আমাদের প্রান রয়েছে। 
{ads}

news tree save trees Worship of tree Panchanantala Environment worker Subhas Dutta West Bengal India সংবাদ

Last Updated :