header banner

প্রবল বৃষ্টিতে জলের তলায় রেলট্রাক, দুর্ভোগে রেলযাত্রীরা

article banner

গত কয়েকদিনের অব্যাহত বৃষ্টিতে বৃহস্পতিবার সকালে কলকাতা, হাওড়া সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের বড় অংশ  জলের নীচে।কোভিড-১৯ এর নিয়মাবলী মেনে অফিসগুলি আংশিকভাবে খোলা হয়েছে। এরই মধ্যে ভারি বৃষ্টিতে রাস্তায় জল জমার কারনে কর্মীদের তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য হাঁটু-গভীর জলের মধ্য দিয়ে চলাচল করতে কঠিন সমস্যায় পরতে হচ্ছে। কিছু এলাকাতে যানবাহন বন্ধ হয়ে যাওয়ায় ব্যাহত হয়েছে জনজীবন। রাস্তা দিয়ে ধীরে ধীরে চলাচল করছে যানবাহন।

{link}
প্রবল বৃষ্টিতে জলমগ্ন হাওড়ার টিকিয়াপাড়া কারশেড। গত রাত থেকে অঝোর ধারার বৃষ্টিতে টিকিয়াপাড়া কারশেডের কাছে রেললাইন জলমগ্ন হয়ে পড়েছে। জলে ডোবা রেললাইনের ওপর দিয়েই বিপদজনকভাবে ট্রেন চলাচল করছে। ট্রেনগুলি খুব ধীর গতিতে চলাচল করছে এবং রয়েছে যে কিছু পরিষেবা বাতিল করা যেতে পারে। যেহেতু গাড়ির চালা প্রায় জলের নিচে, তাই রেকগুলি বের করা খুবই কঠিন।
{ads}

news waterlogging rainfall incessant train carshed Howrah tikiapara West Bengal India

Last Updated :