header banner

নিজের স্ত্রীকে বন্ধুর সাথে শারীরিক সম্পর্কে চাপ, পুলিশের দ্বারস্থ স্বাস্থকর্মী

article banner

সুদেষ্ণা মন্ডল , দক্ষিণ ২৪ পরগনা :- নিজের বন্ধুর সাথে স্ত্রীকে শারীরিক সম্পর্ক করতে বাধ্য করতেন স্বামী। স্বামীর সামনেই তার স্ত্রীর সাথে অশ্লীল আচরণ করতেন তার নিজের বন্ধু। বারবার স্বামীকে অভিযোগ জানিয়েও কোনোরকম সুরাহা হয়নি। অবশেষে ডায়মন্ডহারবার থানার পুলিশের দ্বারস্থ হলেন পীড়িত মহিলা। নক্কারজনক ঘটনাটি ঘটেছে ডায়মন্ডহারবার থানার রাজার তালুক এলাকায়। মহিলার অভিযোগের ভিত্তিতে স্বামীর ওই অভিযুক্ত বন্ধুকে গ্রেফতার করেছে ডায়মন্ড হারবার থানার পুলিশ ।

{link}

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মাস ছয়েক আগে ফালতা থানার দিঘিরপাড় এলাকার বাসিন্দা পেশায় স্বাস্থ্যকর্মী ঋতুপর্ণাকে বিয়ে করেন ডায়মন্ড হারবার সাত নম্বর ওয়ার্ডের রাজার তালুকের বাসিন্দা পেশায় প্রাথমিক স্কুলের শিক্ষক ধনঞ্জয় দাস। অভিযোগ বিবাহের কয়েকদিন পর থেকেই ধনঞ্জয় তার বন্ধু শুভঙ্কর সানার সাথে তার স্ত্রী কে শারীরিক সম্পর্ক করতে বাধ্য করতে থাকে। বর্বরোচিত  কার্যকলাপে রাজি হয়নি স্ত্রী। এরপর থেকেই স্বামীর বন্ধু ,  ওই মহিলাকে বেশ কয়েকবার শ্লীলতাহানি করার  করার চেষ্টাও করে। মহিলা বারবার নিজের স্বামীকে জানালেও কোনোরকম সুরাহা হয়নি। অবশেষে ডায়মন্ড হারবার থানা পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। 

{link}

মহিলার অভিযোগ, বার বার তার নিজের স্বামী তার বন্ধুর সঙ্গে সহবাস করতে তাকে চাপ দেয় বিয়ের বেশ কয়েক মাস পর থেকে। তিনি রাজি না হওয়াতে তার উপর মানসিক নির্যাতনও চালানো হত। তার কাছ থেকে বেশ কয়েকবার মোটা অঙ্কের টাকা ও সোনার গয়না হাতিয়ে নেওয়ার অভিযোগও তুলেছেন তিনি।  বুধবার রাতে স্বামী ও তার বন্ধু মিলে তাকে মারধর করে বলে অভিযোগ। অবশেষে মহিলা প্রাণ বাঁচাতে বাপের বাড়িতে পালিয়ে যান। তারপর গোটা ঘটনা স্থানীয় মহিলা সমিতি ও স্থানীয় অঞ্চলের তৃণমূল নেতা অরুময় গায়েনের কাছে জানান। এরপর বৃহস্পতিবার রাত ডায়মন্ডহারবার থানায় স্বামী ও স্বামীর বন্ধুর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়। ডায়মন্ড হারবার ২ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অরুময় গায়েন জানান, এইরকম বর্বরোচিত ঘটনা আমরা তীব্র প্রতিবাদ জানাই। আমি চাই মহিলা সুবিচার পাক। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ডায়মন্ড হারবার থানার পুলিশ। অভিযুক্ত স্বামীর খোঁজ চলছে।  দক্ষিণ ২৪ পরগনা থেকে সুদেষ্ণা মন্ডলের রিপোর্ট শেফিল্ড টাইমস। 

Titanium 2

news wife extramarital affair affair with husband's friend physical relation West Bengal দক্ষিন ২৪ পরগনা সংবাদ

Last Updated : 3 years ago