header banner

নারী সুরক্ষার দিকে বিশেষ নজর, সুন্দরবনে গঠিত হল পুলিশের বিশেষ উইনার্স টিম

article banner

সুদেষ্ণা মন্ডল , দক্ষিন ২৪ পরগনা: নারী সুরক্ষার দিকে বিশেষ নজর দিতে সুন্দরবন পুলিশ জেলার উদ্যোগে গঠিত হল বিশেষ উইনার্স টিম। সুন্দরবন পুলিশ জেলার উইনার্স টিমের লক্ষ্য হল সুন্দরবন পুলিশ জেলার বিভিন্ন এলাকায় টহল দেওয়া ও মহিলা সুরক্ষাকে নিশ্চিত করা। এই বিশেষ দলে রয়েছে প্রশিক্ষণপ্রাপ্ত মহিলারা। 

{link}
সুন্দরবন পুলিশ জেলার কাকদ্বীপ চৌরাস্তায় মোড়ে "উইনার্স টিমে"শুভ সূচনা করেন রাজ্য পুলিশের প্রেসিডেন্সি রেঞ্জের ডিআইজি তন্ময় রায়চৌধুরী । তিনি জানান,'রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের নারী সুরক্ষা দিকে বিশেষ নজর দিয়েছে রাজ্য পুলিশ। সুন্দরবনের প্রত্যন্ত এলাকার মহিলাদের সুরক্ষা সুনিশ্চিত করতে জেলায় এই প্রথম তৈরি হলো "উইনার্স টিম", এই টিম প্রথম শুরু হয় কলকাতায়। এর সফলতা দেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রতিটি জেলায় এই "উইনার্স টিম" গঠন করার নির্দেশ দেওযয়া হয় জেলা পুলিশকে। সেই কর্মসূচির অঙ্গ হিসেবে সুন্দরবন জেলার পুলিশের উদ্যোগে এই "উইনার্স টিম"গঠন করা হল। 

{link}
বর্ণাঢ্য  অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুভ সূচনা হয় সুন্দরবন পুলিশ জেলার "উইনার্স টিম" এর । এইদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা, প্রাক্তন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী তথা কাকদ্বীপ বিধানসভার বিধায়ক মন্টু রাম পাখিরা। সুন্দরবন সাংগঠনিক জেলার সভাপতি তথা কুলপি বিধানসভার বিধায়ক যোগরঞ্জন হালদার। এছাড়াও উপস্থিত ছিলেন, কাকদ্বীপ মহাকুমার শাসক অরণ্য বন্দ্যোপাধ্যায়, সুন্দরবন পুলিশ জেলা পুলিশ সুপার ভাস্কর মুখার্জি। সুন্দরবন পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সন্তোষ কুমার মন্ডল। কাকদ্বীপ মহকুমা পুলিশ আধিকারিক প্রসেনজিৎ ব্যানার্জি।  সুন্দরবন পুলিশ জেলার উদ্যোগে সুন্দরবনের নারীদের সুরক্ষার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়ায় খুশি প্রান্তিক দ্বীপ এলাকার মহিলারা। 
{ads}

news Worker's team Sundarbans district police South 24 Paragana West BEngal সংবাদ

Last Updated :