header banner

মরণাপন্ন মায়ের বিলাপে আত্মঘাতী যুবক

আকষ্মিকভাবেই বদলে গেল সবটুকু। পড়ে রইল শুধু গ্লানি এবং আক্ষেপ। অপরাধবোধে লিপ্ত হয়ে প্রাণ হারালো ৪৫ বছর বয়সী যুবক তারক পাল। বৃহস্পতিবার রাত দশটা নাগাদ নিশ্চিন্দা থানার অন্তর্গত  জামতলা সুভাষপল্লী পশ্চিম শান্তিপুর এলাকায় ঘটে গেল এক গায়ে কাঁটা দেওয়া ঘটনা। {ads}
বেশ কিছুদিন ধরেই মায়ের সাথে নানা বিষয়ে বিবাদ চলছিল। এই বিবাদই মারাত্মক আকার ধারণ করে গতকাল রাতে। ঝামেলার সময় হিতাহিত জ্ঞান না করেই  ৬০ বছর বয়সী মা সুভদ্রা পালকে কাটারি দিয়ে বেশ কয়েকবার আঘাত করে যুবক। ঘটনার পড়েই বাস্তবে ফিরে এসে পরিস্থিতি বুঝতে পেড়ে নিজেকে আঘাত করার জন্যে গলায় দড়িঁ দিয়ে আত্মঘাতী হয় সেই যুবক। মায়ের তুক তাক করার বাতিক থেকেই এই বচসা শুরু হয়ে বলে দাবি তারক পালের ভাইয়ের। তবে আদেও কি শুধুমাত্র গ্লানি এবং অপরাধবোধ থেকে এই চরম সিদ্ধান্ত?  
তৎক্ষণাৎ এলাকার মানুষজন খবরটি পেয়ে বেলুড় হাসপাতালে মাকে আশংকাজনক অবস্থায় ভর্তি করে কোনোক্রমে প্রাণ বাচাঁলেও সেই হাসপাতালেই ছেলেকে মৃত বলে ঘোষণা করে হাসপাতাল কতৃপক্ষ। ঘটনাস্থলে নিশ্চিন্দা থানার পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রজু করে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। পুলিশের প্রাথমিক ভাবে আনুমান যে মা ও ছেলে আহত এবং মৃত্যুর ঘটনার পিছনে আসল ঘটনার সন্ধান করছে পুলিশ। {ads}
 

suicide by son crime attempt to murder belur hospital superstition

Last Updated :