header banner

শারদোৎসবে, সহায় সম্বলহীনদের পাশে বেলুড় মঠ, সাহায্যের হাত মন্ত্রী অরূপের

সায়নী মণ্ডল

এইবছর করোনার সতর্ক বিধির মধ্যেই আগমন ঘটছে দশভূজার, অন্যবারের তুলনায় এইবারের পুজো অনেকটাই অন্যরকম। এই আবহেই দরিদ্র ও প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানোর শপথ নিল হাওড়ার রামকৃষ্ণ স্বামীজি স্মৃতি সংঘ ক্লাব।

   দুর্গাপুজোর খরচ কমিয়ে ৯০ বস্তা চাল, ১২ বাক্স তেল, ২ বস্তা ডাল বেলুড় রামকৃষ্ণ মিশনের হাতে তুলে দেওয়া হয় ক্লাব কর্তৃপক্ষের তরফ থেকে। ক্লাবের পক্ষে সমবায় মন্ত্রী অরূপ রায় রামকৃষ্ণ মিশন সারদাপীঠের সম্পাদক স্বামী দিব্যানন্দের হাতে অই ত্রান সামগ্রী তুলে দেন।এই সময় উপস্থিত ছিলেন ক্লাবের কর্ণধার সত্যব্রত সামন্ত ও বালি কেন্দ্র ক্লাব সমন্বয় সমিতির কর্ণধার ভাস্কর গোপাল চট্টোপাধ্যায় মহাশয়। বেলুড়মঠের পক্ষ থেকে জানানো হয়েছে যেসব দরিদ্র মানুষের কাছে এখনো রেশন কার্ড নেই, যারা ঠিকঠাক মতো খাবার পাচ্ছেন না তাদের হাতেই এই দানসামগ্রী গুলো পৌঁছে দেওয়া হবে যথাযথ ভাবে।

            মাননীয় সমবায় মন্ত্রী অরূপ রায় এই বিষয়ে বলেন, বেলুড় মঠ সারা বিশ্বেই আর্ত গরীব মানুষদের সেবার কাজ করেই থাকে, এইবছর সেই কাজে বেলুর মঠ কে কিছু দান সামগ্রী দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে হাওড়ার রামকৃষ্ণ স্বামীজি স্মৃতি সংঘ ক্লাব।তিনি সকল রাজ্যবাসীর কাছে অনুরোধ জানিয়েছেন যে তারা যেন স্বাস্থ্য দফতরের কথা মতো ভিড় এড়িয়ে চলেন, মাস্ক ব্যবহার  করেন, এবং দুরত্ববিধি মেনে চলেন।এতে সকলের ই মঙ্গল।

এই পরিস্থিতিতে দরিদ্র মানুষদের সাহায্য করার যে মানবিক উদ্যোগ রামকৃষ্ণ স্বামীজি স্মৃতি সংঘ ক্লাব নিয়েছে তা সত্যিই প্রশংসনীয়।

belur math durgapuja calcutta howrah minister westbengal donation

Last Updated :