header banner

ট্রাক ধর্মঘটের জেরে সবজির অগ্নিমূল্যের সম্ভাবনা

সৌভিক চোঙদার

করোনার তীক্ষ্ণ প্রভাহ মৃত্যু মিছিলকে বাড়িয়েই চলেছে তাঁর মধ্যে এক নতুন সমস্যার সম্মুখীন হতে চলেছে রাজ্যবাসি ।ট্রাক ধর্মঘটের জন্য কাঁচা সবজির ঘাটতি পড়ছে। যার ফলে দৈনন্দিন কাঁচা আনাজ ও সবজির বাজার মুল্যবৃদ্ধি ঘটছে।কলকাতা টাস্কফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলে এই বিষয়ে যথাযথ বিশ্লেষণ করে জানিয়েছেন দীর্ঘদিন ধরে তারা কতগুলি দাবি রাজ্য  সরকারের কাছে করে আসছিল। তার মধ্যে অন্যতম একটি এক্সেল লোড চালু করা ।কিন্ত রাজ্য সরকার তা মেনে নেয়নি ।।এর ফলে গত সোমবার থেকে ট্রাক মালিকরা ট্রাক ধর্মঘটের ডাক দিয়েছেন ।এর ফলে সাধারণ মানুষের অনেক অসুবিধা হয়েছে তার কারণ ট্রাক ধর্মঘটের ফলে ভিন রাজ্যের ট্রাক গুলি মূলত উড়িষ্যা ও অন্ধ্র প্রদেশ আসাম প্রভৃতি জায়গা থেকে ট্রাক রাজ্য এবং কলকাতায় প্রবেশ করতে পারছে না ।দেবী আগমনীতে বাজারের এই মূল্যবৃদ্ধি মানুষের মধ্যে এক গভীর চিন্তার ভাঁজ সৃষ্টি হয়েছে । ।আম্ফান করোনা এবং তারপরে ট্রাক ধর্মঘট এতকিছু সংমিশ্রণ এর ফলে এবার কাঁচা সবজির দাম অনেকটাই বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন রবীন্দ্রনাথ কোলে। তিনি জানান যত তাড়াতাড়ি সম্ভব এ গুলির দাম না কম হলে সাধারণ মানুষের ক্ষেত্রে অনেকটাই অসুবিধা হচ্ছে। ৭২ ঘণ্টার ট্রাক ধর্মঘট শুধুই সবজির মূল্য বৃদ্ধি তা নয় অন্যান্ন বাবসার ক্ষেত্রেও ভারী ক্ষতির আশঙ্কা দেখছেন ব্যাবসায়িক সমিতির সদস্যরা ।করোনা পরিস্তিতিতে বাজারের অবনতি আগেই তীব্র ভুমিকা পালন করেছে তারপর ট্রাক ধর্মঘটের প্রভাব পুজার আগে আরও ক্ষতির সৃষ্টি করবে।

Strike Truck WestBengal Vegetable IncresePrice DurgaPuja business association localmarket howrah kolkata

Last Updated :