শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : মধ্য মাঘে দাঁড়িয়ে দক্ষিণ বঙ্গের মানুষ আর তেমন শীত পেলো না। আর বিশেষ পাওয়ার সম্ভাবনাও নেই। এদিকে আবার বৃষ্টির সম্ভাবনা। আলিপুর আবহাওয়া অফিস জানাচ্ছে, ভিজতে পারে রাজ্যের ৩ জেলা, জানিয়ে দিল হাওয়া অফিস। সেই সঙ্গেই পূর্বাভাস, আগামী ৪ দিনে রাতের তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি বাড়তে পারে। কথায় আছে, মাঘের শীত বাঘের গায়ে। তবে এই বছর এখনও অবধি বাংলায় তেমন ঠাণ্ডা অনুভব হয়নি। বরং ডিসেম্বর মাসের মতো জানুয়ারিতেও শীতের ‘আসা যাওয়া’ লেগে রয়েছে।
{link}
কখনও তাপমাত্রার পারদ নামছে, কখনও আবার একধাক্কায় তা বৃদ্ধি পাচ্ছে। এই আবহে সরস্বতী পুজোর প্রাক্কালে আবহাওয়ার বড় পূর্বাভাস দিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর। সপ্তাহান্তেই বাগদেবীর বন্দনায় মেতে উঠবে রাজ্য। তার আগেই হাওয়া অফিস জানাল, দক্ষিণবঙ্গে আপাতত কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। কলকাতা সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) প্রত্যেকটি জেলাই শুষ্ক থাকবে। তবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আগামী ৪ দিনে রাতের তাপমাত্রা বাড়তে পারে। একধাক্কায় ৩-৪ ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।
{link}
হাওয়া অফিস জানাচ্ছে, পরপর দু’টি পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় রয়েছে। এর মধ্যে একটি ২৯ জানুয়ারি থেকে পশ্চিম হিমালয় অঞ্চলকে প্রভাবিত করবে। অন্যটি আগামী ফেব্রুয়ারি মাসে সক্রিয় হবে। জানা যাচ্ছে, হিমালয়ের ওপরের অংশে ২৯ জানুয়ারি প্রথম পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় হবে। এরপর আগামী ১ ফেব্রুয়ারি দ্বিতীয় পশ্চিমী ঝঞ্ঝারও প্রভাব পড়বে।অন্যদিকে তুষারপাত হতে পারে পাহাড়ি এলাকায়। সেই সঙ্গেই বৃষ্টিপাতও হতে পারে। উত্তরবঙ্গের (North Bengal Weather) কালিম্পং, দার্জিলিং এবং জলপাইগুড়িতে অল্পবিস্তর বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।
{ads}