শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : মার্চের শুরু থেকেই তাপ বাড়তে শুরু করেছে। সকালের দিকে মনোরম মৃদু আবহাওয়া। বেলা বাড়লেই তাপমাত্রা বাড়ছে। এই অবস্থায় আবহাওয়ার আপডেট দিলো আলিপুর আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামী ৩ দিনের মধ্যে সর্বাধিক ও সর্বনিম্ন তাপমাত্রার ক্ষেত্রে বিশেষ হেরফের হবে না। এরপর আগামী ২ দিনের মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ২-৩ ডিগ্রি সেলসিয়াস করে হ্রাস পাবে।
{link}
দক্ষিণবঙ্গের (South Bengal Weather) মতো উত্তরের জেলাগুলিতেও আগামী কয়েকদিন সর্বাধিক ও সর্বনিম্ন তাপমাত্রায় বিশেষ পরিবর্তন হবে না। আগামী ৫ দিন সেখানকার তাপমাত্রা মোটের ওপর একই থাকবে। উত্তর হোক বা দক্ষিণ, সোমবার কোনও বঙ্গেরই তাপমাত্রায় বড় বদল হওয়ার সম্ভাবনা নেই। এদিকে ইতিমধ্যেই উত্তর-পশ্চিম ভারতে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশের পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তরের (North Bengal Weather) কোনও জেলাতেই বর্ষণের সম্ভাবনা নেই। প্রায় প্রত্যেকটি জেলাতেই মোটের ওপর শুষ্ক আবহাওয়া থাকবে।
{link}
তবে দার্জিলিংয়ে হালকা বৃষ্টি এবং তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আপাতত দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির পূর্বাভাস (Rainfall Alert) নেই। হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া থেকে শুরু করে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, কোনও জেলাতেই বর্ষণ হবে না। অন্যদিকে উত্তরবঙ্গের আবহাওয়ার বিশেষ কোনো পরিবর্তন হবে না। দার্জিলিংয়ে মৃদু বৃষ্টি হতে পারে।
{ads}