শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : বেশ শীতের আমেজ শুরু হয়েছে। সকালের দিকে কিছুটা কুয়াশা আর তার পরেই উত্তুরে বাতাসের অল্প কাঁপুনি শুরু হয়েছে। মঙ্গলবার আলিপুর আবহাওয়া অফিস জানাচ্ছে, চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গে (South Bengal Weather) আরও কিছুটা নামবে তাপমাত্রা। আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ২-৩ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমতে পারে।
{link}
আবহাওয়া দপ্তর জানাচ্ছে, বীরভূম, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়ায় কুয়াশার দাপট থাকবে। শহর কলকাতার (Kolkata) সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে।দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রার বেশ নেমেছে। পশ্চিমের জেলাগুলোতে তাপমাত্রা ১২ ডিগ্রির কাছাকাছি নামতে চলেছে বলেই হাওয়া অফিসের বার্তা। তবে সকাল ও রাতের দিকে ভালো কুয়াশা থাকবে।
{link}
সমস্ত রাজ্যে বেশ সুন্দর হৈমন্তিক পরিবেশ বজায় থাকবে। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বললেই চলে।অন্যদিকে উত্তরবঙ্গের (North Bengal) তাপমাত্রাও নামছে দ্রুত গতিতে। আবহাওয়া দপ্তরের আপডেট অনুযায়ী উত্তরবঙ্গের (North Bengal Weather) জেলাগুলিতেও বৃষ্টি হবে না। তবে উত্তরে বেশ কিছুটা পারদ পতন হবে। কনকনে উত্তুরে হাওয়া ও কুয়াশা দুইয়েরই দাপট থাকবে উত্তরের জেলাগুলিতে। সেখানেও এই মুহূর্তে বৃষ্টির কোনো পূর্বাভাস নেই।
{ads}