header banner

Weather News : জাঁকিয়ে শীত উধাও বছরের শেষে

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : বছর প্রায় শেষ। কিন্তু সেইভাবে শীতের দেখা নেই। জাঁকিয়ে শীত কি আর পড়বে? আবহাওয়া অফিসও ঠিক মত তা বলতে পারছে না। এখনও জাঁকিয়ে শীতের দেখা নেই। উল্টে পৌষ মাসে বৃষ্টি হচ্ছে জেলায় জেলায়। আগামী কয়েক দিনে তাপমাত্রা কিছুটা কমতে পারে। তবে আপাতত জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই বললেই চলে, জানিয়ে দিয়েছেন আবহবিদেরা। শনিবার পর্যন্ত রাজ্যের জেলাগুলিতে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে। আপাতত স্বাভাবিকের উপরেই থাকবে তাপমাত্রা।

{link}

তবে রবিবার থেকে পারদ পতন হতে পারে। উষ্ণ বড়দিন হলেও ইয়ার এন্ড-এ শীতের আমেজ বাড়বে। তবে কনকনে ঠান্ডা বা জাঁকিয়ে শীতের সম্ভাবনা কম। বর্ষশেষে হু হু করে নামবে পারদ। নতুন বছরের শুরুতে শীতের আমেজ বাড়বে অনেকটাই। কলকাতায় ১৪ ডিগ্রির আশপাশে হবে তাপমাত্রা। জেলায় জেলায় ১০ ডিগ্রি বা তার নীচেও নেমে যেতে পারে তাপমাত্রা। পরপর পশ্চিমী ঝঞ্ঝা। এর প্রভাবেই আটকে উত্তুরে হাওয়া। কোথাও পরিষ্কার আবার কোথাও আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। আপাতত স্বাভাবিকের উপরেই রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতায় রাতের তাপমাত্রা কমেছে, বেড়েছে দিনের তাপমাত্রা। সকালে হালকা কুয়াশা-ধোঁয়াশা এবং পরে পরিষ্কার আকাশের সম্ভাবনা।

{link}

কলকাতায় (Kolkata) আজ, শুক্রবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ২.৭ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল, বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১ ডিগ্রি সেলসিয়াস বেশি। অন্যদিকে বর্ষশেষের উইকেন্ডে ফের তুষারপাতের সম্ভাবনা দার্জিলিংয়ে। হালকা বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে। শনিবার উঁচু পার্বত্য এলাকায় হতে পারে হালকা তুষারপাত। জাঁকিয়ে শীত উধাও বছরের শেষে।

{ads}

News Breaking News West Bengal Weather News Weather Report Weather Update Winter Kolkata সংবাদ

Last Updated :