header banner

ঘূর্ণিঝড় 'বুরেভি'র তান্ডব তামিলনাড়ু জুড়ে, জারি রেড অ্যালার্ট

article banner

 শক্তি হারালেও ঘূর্ণিঝড় 'বুরেভি'র তান্ডব তামিলনাড়ু জুড়ে, জারি রেড অ্যালার্ট। তার জেরেই প্রবল বৃষ্টি শুরু হয়েছে তামিলনাড়ুর রাজধানী চেন্নাই সহ বিভিন্ন জায়গায়। বৃহস্পতিবার রাত থেকে রামানাথপুরমে আটকে থাকার পর শুক্রবার সকালে চেন্নাই-সহ তামিলনাড়ুর বিস্তীর্ণ জায়গা জুড়ে দাপট দেখতে শুরু করে এই ঘূর্ণিঝড়। যার জেরে ইতিমধ্যেই আজ আট ঘণ্টা বন্ধ রাখার কথা ঘোষণা করা হয়েছে কেরলের তিরুবন্তপুরম বিমানবন্দর । অন্য বিমানবন্দরগুলিতেও বেশ কিছুক্ষণ পরিষেবা বন্ধ করতে বলা হয়েছে। পাশাপাশি তামিলনাড়ুর ৬টি ও কেরলের পাঁচটি জেলায় সরকারি ছুটি ঘোষণা করে জারি করা হয়েছে রেড অ্যালার্ট । 
বৃহস্পতিবার সন্ধে থেকেই ঘূর্ণিঝড় বুরেভি -এর তাণ্ডব থেকে বাঁচতে বিভিন্ন রকমের পরিকল্পনা নিয়েছিল তামিলনাড়ু ও কেরল সরকার। পরে রাতে জানা যায় অনেকটাই শক্তিক্ষয় হয়েছে এই ঘূর্ণিঝড়টির। তারপরেও যদিও প্রস্তুতিতে কোনও খামতি রাখতে চায়নি দুই রাজ্যের সরকার। তামিলনাড়ুর মাদুরাই বিমানবন্দর দুপুর ১২টা পর্যন্ত বন্ধ রাখার কথা ঘোষণা করা হয়েছে। ঘিরে ফেলা হয়েছে তুতিকোরিন বিমানবন্দরও, স্থগিত রাখা হয়েছে প্রচুর বিমানের পরিষেবা । আর দক্ষিণ তামিলনাড়ুর ৬টি জেলায় জারি করা হয়েছে রেড অ্যালার্ট। অন্যদিকে কেরলের তিরুবন্তপুরম বিমানবন্দর আট ঘণ্টা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। পাশাপাশি কোল্লাম ও আলাপুজা-সহ ৫টি জেলায় সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি মোকাবিলার জন্য বিভিন্ন জায়গায় রাজ্য ও কেন্দ্রীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী-সহ ভারতীয় সেনা জওয়ানদেরও মোতায়েন করা হয়েছে। 
{ads}

Burevi Cyclone Tamil Nadu Chennai Red Alert Weather India

Last Updated :