শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : সকাল থেকেই মেঘলা আকাশ। দিনভর দফায় দফায় বৃষ্টি চলছে কলকাতা (Kolkata) সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায়। যার জেরে ভ্যাপসা গরম থাকলেও তাপমাত্রা খুব একটা বৃদ্ধি পাওয়ার সুযোগ পায়নি। তবে সকলের মনে একটাই প্রশ্ন, এই টানা বর্ষণ থেকে রেহাই কবে?
{link}
আবহাওয়া দপ্তর জানাচ্ছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে নিম্নচাপ অবস্থান করছে। এর জেরেই মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গে। আলিপুর আবহাওয়া দপ্তর বলছে আজ মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া ও ঝাড়গ্রামে। বাকি বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। এরপর বুধবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তবে ভারী বৃষ্টির সতর্কতা নেই কোথাও। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। হাওয়া অফিস বলছে, আগামী ১২ জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে গোটা রাজ্যেই। মঙ্গলে দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া, কলকাতা সহ সব জেলাই কম-বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
{link}
শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বৃষ্টিপাত চলবে। তারপর থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা। অন্যদিকে উত্তরবঙ্গের আজ মঙ্গলবার থেকে বৃষ্টি বাড়ার পূর্বাভাস। ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে। এছাড়া বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। এরপর বুধবার ও বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে। গোটা সপ্তাহ জুড়ে বৃষ্টি হতে পারে।
{ads}