শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : সকাল থেকে কিছুটা মেঘলা পরিবেশ। বাতাসে প্রচুর জলীয় বাষ্প। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস শনিবার সকালে আলিপুর আবহাওয়া অফিস জানাচ্ছে, বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি চলবে। বিকেল ও সন্ধ্যার দিকে ঝড়-বৃষ্টির প্রবণতা বাড়বে জেলায় জেলায়। আজ ৫ এপ্রিল বৃষ্টির সম্ভাবনা ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায়।
{link}
সোমবার থেকে বৃষ্টি আরও বাড়তে পারে। নতুন সপ্তাহে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রাম জেলায় বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা। উপকূল ও পশ্চিমের কিছু জেলায় বৃষ্টি হবে। তবে সেভাবে ভারী বৃষ্টি হবে না কোথাও। ইতিমধ্যেই কিছুটা নেমেছে তাপমাত্রা। টানা ঝড়-বৃষ্টির জেরে আরও তাপমাত্রা নামার পূর্বাভাস। তবে গরমের সঙ্গে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়ায় আর্দ্রতাজনিত অস্বস্তিও বৃদ্ধি পাবে দক্ষিণবঙ্গে।
{link}
সোমবার থেকে বুধবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায়। অন্যদিকে কিছুদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও (North Bengal Weather)। তবে আজ বৃষ্টি হবে না। আগামীকাল রবিবার দার্জিলিঙের পার্বত্য অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা। সোমবার থেকে বাড়বে বৃষ্টি। ভিজবে মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার সব জেলাই। ভারী বৃষ্টি হবে না কোথাও, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।
{ads}