শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : গরমের তাপে জ্বলছে বাংলা। রীতিমতো তাপ প্রবাহ চলেছে বেশ কয়েকটি জেলায়। এর মধ্যে শনিবার সন্ধ্যায় দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় কালবৈশাখী দেখা দিয়েছিলো। পূর্বাভাস অনুযায়ী আজকেও সন্ধ্যার দিকে ঝড়বৃষ্টি হতে পারে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে। দোসর হবে ঝোড়ো হাওয়া।
{link}
সকাল থেকেই আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা। টানা কয়েকদিন ভিজতে পারে দক্ষিণবঙ্গ। কলকাতাতেও বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের কোথাও কোথাও বজ্রপাত সহ বৃষ্টি আবার কোথাও কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। রবিতে কোথায় কোথায় বৃষ্টি? দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, দুই বর্ধমান, বীরভূম, নদীয়া, মুর্শিদাবাদ, ঝাড়গ্রামে বৃষ্টি হবে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। এছাড়া বাকি জেলাগুলিও হালকা ভিজতে পারে। রবিবার থেকে সোমবারের মধ্যে দক্ষিণবঙ্গে কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে। এদিন দক্ষিণবঙ্গের বীরভূম, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনায় ৫০-৬০ কিলোমিটার গতিবেগে উঠতে পারে ঝড়। ঝড়-জলের সম্ভাবনা দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, দুই বর্ধমান, বীরভূম, নদীয়া, মুর্শিদাবাদ, ঝাড়গ্রামে। বাকি দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস।
{link}
রবিতে পূর্ব বর্ধমান ও নদিয়া জেলাতে শিলাবৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা রয়েছে। কলকাতাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। অন্যদিকে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ বাতাস ঢুকছে রাজ্যে। এর জেরেই বৃষ্টিপাতের সম্ভাবনা। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও (North Bengal Weather) এদিন দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বাকি সমস্ত জেলাতেই ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
{ads}