শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : অনুষ্ঠানিকভাবে এখনো বসন্ত। কিন্তু তাপমাত্রা বেড়েই চলেছে। ইতিমধ্যে ঝরতে শুরু করেছে পলাশ, কৃষ্ণচুড়া। এই অবস্থায় বুধবার আবহাওয়া অফিস জানিয়েছে আজকে আবহাওয়ার খবর। বিগত কয়েকদিন ধরে হাঁসফাঁস গরমে কষ্ট পাচ্ছে দক্ষিণবঙ্গবাসী। প্রখর রোদে দু’দণ্ড বাইরে বেরনো দায়। এমতাবস্থায় ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামীকাল থেকে রবিবার অবধি দক্ষিণবঙ্গের ১৫টি জেলাই ভিজবে। প্রত্যেকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
{link}
এর মধ্যে প্রথম তিনদিন কলকাতা, পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়ায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের (South Bengal Weather) বাকি জেলাগুলিতে হলুদের পাশাপাশি কমলা সতর্কতাও জারি করা হয়েছে বলে খবর। হাওয়া অফিস জানাচ্ছে, গতকালের মতো আজও আকাশ পরিষ্কার থাকবে। তবে আগামীকাল থেকে আবহাওয়ার পরিবর্তন শুরু হবে। বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের পাঁচটি জেলায় ঝড়বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি। এদিকে ঝড়বৃষ্টি হতেই দক্ষিণের (South Bengal) নানান জেলার তাপমাত্রা কমতে শুরু করবে।
{link}
আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী পাঁচদিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দিনের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস অবধি কমতে পারে। দক্ষিণবঙ্গে আগামীকাল ও শুক্রবার ৪০ থেকে ৫০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গেও বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। শুক্রবার থেকে উত্তরের জেলাগুলি ভিজতে পারে। দার্জিলিং ও কালিম্পংয়ের কোনও কোনও অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গে আগামী তিনদিন আবহাওয়ার বিশেষ হেরফের হওয়ার সম্ভাবনা নেই। তবে এরপর এখানকার দিনের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি হ্রাস পেতে পারে।
{ads}