শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : একটা বৃষ্টির ইঙ্গিত পাওয়া যাচ্ছে আবহাওয়া দপ্তর সূত্রে। জানা যাচ্ছে যে এই বৃষ্টি ভালো শীতকে টেনে নিয়ে আসবে। গত ২৩ নভেম্বর পূর্ব নিরক্ষীয় ভারত মহাসাগর এবং সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। এই নিম্নচাপটি এবার ক্রমেই পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে বলে জানিয়েছে মৌসম ভবন। ২৫ নভেম্বর দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যভাগের উপরে এই সিস্টেমটি গভীর নিম্নচাপে পরিণত হবে। পরবর্তী দু'দিনে এটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে তামিলনাড়ু উপকূলের দিকে চলে যাবে। আর তার প্রভাবে বঙ্গে বৃষ্টির সম্ভবনা বাড়ছে।
{link}
এরমধ্যে আজ দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যভাগের উপরে গভীর নিম্নচাপ তৈরি হবে। এরই মধ্যে আবার আজ কলকাতার (Kolkata) সর্বনিম্ন তপমাত্রা আরও কিছুটা কমতে পারে। তবে আর কয়েকদিনের মধ্যেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় পরপর ২ দিন বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। সোমবার দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার কোথাও কোনও বৃষ্টি হবে না। আবহাওয়া শুষ্ক থাকবে। পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে সকালের দিকে মাঝারি কুয়াশা থাকবে। রাতের তাপমাত্রায় সেই অর্থে কোনও বদল আসবে না। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের ঘরে।
{link}
অপরদিকে আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে ১৭ ডিগ্রি সেলসিয়াসে। অন্যদিকে উত্তরবঙ্গে দুই পাহাড়ি জেলা - দার্জিলিং, কালিম্পঙের কিছু জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। তবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় কোনও বৃষ্টি হবে না সোমবার। আগামী ১ ডিসেম্বর পর্যন্ত উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় আবহাওয়া শুষ্ক থাকবে। কোথাও কোনও বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়ে দিয়েছে আলিপুর হাওয়া অফিস।
{ads}