header banner

Weather Update: ক্রিস্টমাস ইভে শহরজুড়ে কনকনে শীত! আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: মহাপ্রভু যীশুর শুভ জন্মদিনে উত্তরবঙ্গের মতো দক্ষিণবঙ্গেও জাঁকিয়ে শীত পড়েছে। বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে সর্বত্র। সোয়েটার জ্যাকেট পরে মানুষের ঢল নেমেছে। 

   ডিসেম্বরের শেষ লগ্নে অবশেষে দক্ষিণবঙ্গে (South Bengal Weather) শীতের আমেজ জোরালো হচ্ছে। পশ্চিমী ঝঞ্ঝা কেটে যাওয়ায় উত্তুরে হাওয়ার প্রভাব বাড়ছে। এর জেরে আজ থেকেই শীত আরও বাড়বে। আগামী ২৭ ডিসেম্বর, শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপমাত্রা ধীরে ধীরে কমবে। এরপর রবিবার থেকে পয়লা জানুয়ারি পর্যন্ত তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, চলতি সপ্তাহে কলকাতার (Kolkata Weather Update) সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে ১২ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসে। উপকূলবর্তী জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১২ থেকে ১৫ ডিগ্রির মধ্যে থাকতে পারে। পুরুলিয়ায় পারদ নামতে পারে প্রায় ৯ ডিগ্রিতে। বীরভূম এবং বাঁকুড়াতেও জাঁকিয়ে শীত পড়বে। পাশাপাশি সকালের দিকে ঘন কুয়াশার সম্ভাবনাও রয়েছে। আজ বড়দিন, ২৫ ডিসেম্বর কলকাতায় দিনের তাপমাত্রা প্রায় ১৪ ডিগ্রি থাকার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের মতে, উত্তর ও দক্ষিণ, দুই বঙ্গেই আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। তবে উত্তুরে হাওয়ার দাপট বাড়ার ফলে শীতের অনুভূতি আরও বাড়বে। বড়দিন থেকে নতুন বছরের শুরু পর্যন্ত ঠান্ডায় কাঁপবে দক্ষিণ (South Bengal Weather) থেকে উত্তর দুইবঙ্গই।

{link} 

অন্যদিকে উত্তরবঙ্গেও (North Bengal Weather)শীতের দাপটে কাবু সাধারণ মানুষ। উত্তুরে হাওয়ার প্রভাবে ঠান্ডা আরও তীব্র হচ্ছে। সঙ্গে রয়েছে ঘন কুয়াশার দাপট। আগামী দু’দিনে উত্তরবঙ্গের তাপমাত্রা আরও প্রায় ২ ডিগ্রি কমতে পারে। দার্জিলিং এবং সংলগ্ন পাহাড়ি এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে। উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচটি জেলায় তাপমাত্রা ৯ থেকে ১১ ডিগ্রির কাছাকাছি থাকবে। কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ার আশঙ্কাও রয়েছে।

{ads}

Weather News Weather Weather Breaking Winter Winter Morning Bengali News সংবাদ আবহাওয়া আজকের আবহাওয়া

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article