শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: বড়দিন থেকেই বেশ ঠান্ডা পড়ে গেছে। উত্তরবঙ্গে তো আগের থেকেই শীত এবার দক্ষিণবঙ্গেও সম্পূর্ণ শীত পড়ে গেলো। আবহাওয়া অফিস জানাচ্ছে, কাঁপুনি দেওয়া ঠান্ডা থাকবে রাজ্যজুড়ে। তাপমাত্রা বাড়ার সম্ভাবনা নেই। তবে আগামী কয়েকদিনে দিনে ধাপে ধাপে আরও কিছুটা তাপমাত্রা নামতে পারে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে। আগামী ২৪ ঘণ্টায় আরও কমবে তাপমাত্রা। আপাতত চলতি সপ্তাহে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২-১৪ ডিগ্রি বা তার কাছাকাছি থাকবে। গত কয়েকদিন শীতের পথে পশ্চিমী ঝঞ্ঝা বাধা হচ্ছিল। তবে আপাতত আর সেই বাধা না থাকায় জাঁকিয়ে বসেছে ঠান্ডা।
{link}
তবে আবহাওয়া দপ্তর বলছে, মঙ্গলবার থেকে ২০২৬ সালের শুরুর কয়েকটা পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ফের ঊর্ধ্বমুখী হতে পারে তাপমাত্রা। আপাতত পশ্চিমের জেলাগুলোতেও শীতের কাঁপন অধিক অনুভূত হবে। দক্ষিণবঙ্গে হালকা মাঝারি কুয়াশার সম্ভাবনা। কোথাও ঘন কুয়াশার সতর্কতা জারি নেই। হাওয়া অফিস সূত্রে খবর, ২৭ ডিসেম্বর শনিবার পর্যন্ত সব জেলাতেই তাপমাত্রার পতন হবে। তারপর তাপমাত্রা একই থাকবে। সপ্তাহান্তে পশ্চিমের জেলাগুলিতে শীতের দাপট বেশি থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে। ঠান্ডায় উত্তরবঙ্গেরও কিছু জেলাকে টেক্কা দেবে পশ্চিমাঞ্চল।
{link}
অন্যদিকে উত্তরবঙ্গে হাড়হিম করা ঠান্ডা সকাল থেকে রাত্রি পর্যন্ত। দিনভর উত্তুরে হাওয়ার দাপট। গত কয়েকদিনে হুড়মুড়িয়ে নেমেছে তাপমাত্রা। আরও তাপমাত্রা নামার পূর্বাভাস আগামী দুদিনে। তাপমাত্রা আরও দুই ডিগ্রি নামতে পারে একাধিক জেলায়। দার্জিলিং-সহ সংলগ্ন পার্বত্য এলাকায় তাপমাত্রা সর্বনিম্ন ৪ থেকে ৬ ডিগ্রির মধ্যে থাকবে। ওদিকে কোচবিহার এবং আলিপুরদুয়ারে দিনের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় প্রায় ৫ ডিগ্রি কম থাকার পূর্বাভাস।
{ads}