শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: এক ধাক্কায় তাপমাত্রা অনেকটা নেমে গেলেও আজ থেকে আবার তাপমাত্রা কিছুটা বেড়েছে। সকালে সম্পূর্ণ মেঘমুক্ত আকাশ। বেশ মনোরম পরিবেশ। তবে শীতের কামড় কিন্তু বেশ অনুভূত হচ্ছে।
চলতি সপ্তাহে কলকাতা-সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আরও কয়েক ডিগ্রি পারদপতনের পূর্বাভাস। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী ২৪ ঘণ্টায় রাতের তাপমাত্রা আরও ২ ডিগ্রি নামতে পারে। তার পরে আগামী মঙ্গলবার পর্যন্ত তাপমাত্রার বিশেষ হেরফের হবে না। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের জেলাগুকিতে দিনের সর্বোচ্চ তাপমাত্রাও স্বাভাবিকের তুলনায় ৩-৫ ডিগ্রি কম থাকবে। আপাতত আগামী ১২ জানুয়ারি পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই শীতের দাপট বজায় থাকবে। দক্ষিণবঙ্গের পূর্ব বর্ধমান ও বীরভূমে ‘কোল্ড অ্যালার্ট’। এছাড়া বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, দক্ষিণ ও উত্তর দিনাজপুর, মুর্শিদাবাদ, নদিয়াতেও শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতি থাকতে পারে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। রাজ্য জুড়ে শীত আরও বাড়ার নেপথ্যে রয়েছে এই নিম্নচাপ। এছাড়াও জেলায় জেলায় কুয়াশার জেরে দৃশ্যমানতা নেমে যাওয়ায় রয়েছে সতর্কতা।
{link}
অন্যদিকে উত্তরবঙ্গে হাড়হিম করা শীত রয়েছে। কোচবিহার, জলপাইগুড়ি ও দার্জিলিঙে ঘন কুয়াশায় জারি রয়েছে কড়া সতর্কতা। আবার কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে কোল্ড ডে অব্যাহত থাকবে। আবহাওয়া দপ্তর বলছে, চলতি সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। আপাতত উত্তরবঙ্গের সব জেলাতেই দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে চার-পাঁচ ডিগ্রি সেলসিয়াস নীচে থাকতে পারে। দার্জিলিংয়ের পার্বত্য উঁচু এলাকায় রয়েছে তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে।
{ads}