শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: ডিসেম্বরের মধ্যপর্ব। কিছুটা শীত পড়লেও আবার শীত কিছুটা উধাও হয়েছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, উত্তর–পশ্চিম ভারতে তৈরি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সেভাবে তাপমাত্রা নামবে না।
{link}
শুরু হয়েছে পৌষ মাস। তবে এখনও কলকাতা সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলাগুলিতে সেভাবে কামড় বসাতে পারেনি শীত। আবহাওয়া দপ্তর বলছে, শহর কলকাতায় দিনের তাপমাত্রা আপাতত স্বাভাবিকের চেয়ে বেশি থাকবে। রাতে নিম্নমুখী হবে তাপমাত্রা। আবহাওয়া দপ্তর বলছে, দিনের বেলা জলীয় বাষ্পপূর্ণ বাতাস সম্পূর্ণ বিপরীত দিক অর্থাৎ দক্ষিণ–পূর্ব দিক থেকে ঢুকছে। উত্তুরে হাওয়া ওই পুবালি বাতাসকে বাধা না দিতে পাড়ায় দক্ষিণবঙ্গে শীতের আমেজ জমছে না। উর্দ্ধমুখী হচ্ছে পারদ। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পুরোপুরি না কাটা পর্যন্ত দক্ষিণবঙ্গে নতুন করে পারদ নামবে না বলে জানাচ্ছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে আপাতত সর্বনিম্ন তাপমাত্রা ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে। চলতি সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকার পূর্বাভাস। উপকূলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১৪ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। ভোর ও সকালে কুয়াশার প্রভাবও থাকবে কিছু জেলায়। কুয়াশার অধিক দাপট থাকবে পশ্চিমের বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং উপকূলের জেলা পূর্ব মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা সহ সংলগ্ন এলাকায়।
{link}
অন্যদিকে উত্তরের সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। দৃশ্যমানতা কোথাও কোথাও প্রায় ২০০ মিটার পর্যন্ত নেমে আসবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে উত্তুরে হাওয়ার দাপট রয়েছে। তাপমাত্রা আপাতত মোটের উপর একই রকম থাকবে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। দার্জিলিং-এ সর্বনিম্ন তাপমাত্রা ৫ ডিগ্রির আশেপাশে থাকবে। কালিম্পংয়ের চেয়ে বেশি ঠান্ডার সমতলের কোচবিহার, আলিপুরদুয়ারে। কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। শুষ্ক আবহাওয়া বিরাজ করবে।
{ads}