header banner

উত্তপ্ত ভূমিতে অভিমানী শীত

article banner

ঘর ভাঙন আর দলবদলের উত্তপ্ত আবহাওয়া সামলাতে গিয়ে ক্লান্ত প্রকৃতি আবার অভিমানী হয়ে পড়েছে ।তাপমাত্রা অনেক কমলেও গতকাল আবার খানিক বেড়েছে । তবে শীতের দাপট একই আছে।এই দাপটকে রাজনৈতিক উত্তপ্ত ভূমি নোয়াতে পারবে না । {ads}
কনকনে ঠান্ডার শৈত্যপ্রবাহের পরিস্থিতি আজ ও দক্ষিণবঙ্গের তিন জেলায়। সামান্য তাপমাত্রা বাড়লে ও জাঁকিয়ে শীতের পর্ব চলবে ডিসেম্বরের বাকি কটা দিন।
কলকাতায় এক ডিগ্রি বেড়েছে সর্বনিম্ন তাপমাত্রা। গতকাল ১২.৫ ডিগ্রি থেকে বেড়ে আজ ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি নিচে।গতকাল সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি নিচে ছিল কলকাতায় ২৪.১ ডিগ্রী। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৮ শতাংশ। সকালের দিকে সামান্য কুয়াশা থাকলেও বেলা বাড়লে পরিষ্কার আকাশ কলকাতায়।{ads} 
 

Election Winter Kolkata West Bengal Weather Temperature Increasing

Last Updated :