header banner

শিশিরে ভেজা শীতের আগমন

article banner

ঘন কুয়াশার প্রাধান্য বেশি থাকার কারণে আজ উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং এবং দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া, হুগলি, নদীয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ ও  বীরভূম জেলায় দৃশ্যমানতা প্রায় দশ মিটারের কাছাকাছি নেমে আসবে। বিশেষ করে, উত্তরবঙ্গে দেওয়া হয়েছে ঘন কুয়াশার অগ্রীম সতর্কবার্তা। বাতাসে আজ জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৮ শতাংশ থাকার কারণে হালকা বৃষ্টিপাত হবারও সম্ভাবনা রয়েছে। 
আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৮.১ ডিগ্রী সেলসিয়াম, যা স্বাভাবিকের তুলনায় প্রায় দুই ডিগ্রী বেশি। সকালে কুয়াশার দাপট বেশি থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা সরে আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে। দেশের অন্যান্য প্রান্ত গুলি যেমন, বিহার, উড়িষ্যা, ঝাড়খন্ডেও কুয়াশায় ঢাকা থাকবে চারিদিক।  আবহাওয়া দপ্তর থেকে জানা গিয়েছে, আগামীকালও প্রায় একই আবহাওয়া থাকবে। {ads}
 

Fog Weather change winter rain West Bengal India

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article