header banner

হঠাৎ শহরে কুয়াশার দেখা!

article banner

শহরে দেখা মিলল কুয়াশার। শীত পড়লেও এখনও অবধি শহরে সেই হাড়কাঁপানো প্রভাব নেই শীতের, সেই হেতু দীর্ঘদিন কুয়াশারও দর্শন পায়নি শহরবাসী। কিন্তু আজ ভোর থেকেই দর্শন মিলল ঘন কুয়াশার। বেলা বাড়ার সাথে সাথে কুয়াশার পরিমানও যেন বেড়েই চলেছে। কুয়াশার প্রভাবে সামান্য কয়েক ফুট দূরের জিনিসও অস্পস্ট, যার ফলে সকাল হওয়া সত্বেও গাড়ির লাইট জ্বালিয়ে যাতায়াত করতে হচ্ছে সাধারন মানুষকে। আজ বামেদের ডাকে বন্ধ দেশজুড়ে, তাই সেইভাবে বড়ো গাড়ি নেই রাস্তায় যেটুকু চইছে তার বেশিরভাগই ছোট গাড়ি। সেক্ষেত্রে কিছুটা সমস্যার সম্মুখীণ হতে হচ্ছে সাধারন মানুষকে যাদের প্রতি দিন কাজে বেরোতে হয়। কুয়াশার দেখা মেলায় কার্যত বলা যায় বেলার দিকে বেশ কিছুটা উর্ধমুখী হতে পারে শহরের তাপমাত্রা। 

{ads}

 

Fogg Winter Kolokata West Bengaal India

Last Updated :

Related Article

Care and Cure 1
Care and Cure 1

Latest Article