শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : বৃহস্পতিবার বেলা বাড়লেই ভিজবে দুই বঙ্গ। উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই আজ বৃষ্টিতে ভিজবে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বৃহস্পতিবার ভারী বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) চারটি জেলা। এছাড়াও প্রায় সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। দক্ষিণবঙ্গে (South Bengal) আজ ভালো বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর।
{link}
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় কিছু অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বাকি দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। শুক্রবার অবধি বৃষ্টি চলবে দক্ষিণ বঙ্গের নানা জেলায়। ভিজবে কলকাতাও (kolkata)। এমনটাই জানা যাচ্ছে। শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের কিছু অংশে। আবহাওয়া দপ্তর জানিয়েছে শনিবার থেকে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে (South Bengal Weather)।
{link}
শনিবার দক্ষিণের কোনও জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে উষ্ণতা অনেকটাই কমবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজ বৃহস্পতিবার উত্তরবঙ্গেও ভালো বৃষ্টির ফোরকাস্ট (Rain forecast) আছে। উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই আজ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরের মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং জলপাইগুড়িতে। হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলাগুলিতে মাঝারি বৃষ্টি হতে পারে। শুক্রবারে ভারী বৃষ্টিতে ভিজতে পারে দার্জিলিং, কালিম্পং আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলা। তবে দক্ষিণে আজ ভারী বৃষ্টির পূর্বাভাস আছে।
{ads}