শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : এবার বসন্তের মধ্যেই উষ্ণতা কিছুটা বাড়া শুরু করেছে। সকালের দিকে একটু ঠান্ডা থাকলেও বেলা বাড়লেই তাপমাত্রা অনেকটা বেড়ে যাচ্ছে। আলিপুর আবহাওয়া অফিস শনিবার সকালে জানিয়েছে, শনিবার থেকেই তাপপ্রবাহ চলবে। অনেকটাই চড়বে পারদ। কলকাতা সহ দক্ষিণের জেলাগুলিতে তাপমাত্রা থাকতে পারে ৩৫-৩৮ ডিগ্রির মধ্যে। আগামী বুধবার পর্যন্ত তাপপ্রবাহ চলবে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী দু’দিনে সর্বোচ্চ তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।
{link}
তারপর পরবর্তী ২ দিনে তাপমাত্রার বড়সড় পরিবর্তন হবে না। আগামী পাঁচ দিন রাতের তাপমাত্রার বড়সড় হেরফের হবে না দক্ষিণবঙ্গে। এরই মধ্যে নতুন সপ্তাহে বৃষ্টির পূর্বাভাসও রয়েছে দক্ষিণবঙ্গে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি হলেও তা উল্লেখযোগ্য নয়। শনিবার ও রবিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে। আগামীকাল দক্ষিণবঙ্গের পশ্চিম মেদিনীপুর, বীরভূম, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের সর্তকতা। আজ পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে তাপপ্রবাহের সতর্কতা। আজ দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই।
{link}
কলকাতা (Kolkata), হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া সর্বত্রই শুষ্ক আবহাওয়া থাকবে আগামী বুধবার পর্যন্ত। অন্যদিকে উত্তরবঙ্গের (North Bengal Weather) দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙ, আলিপুরদুয়ারে হালকা বৃষ্টি হতে পারে। নতুন সপ্তাহেও ভিজবে উত্তরবঙ্গ। আগামীকাল দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে বৃষ্টির সম্ভাবনা। ১৭ মার্চ পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা।
{ads}