শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : সকাল থেকেই মেঘলা আকাশ। দক্ষিণবঙ্গের কোনো কোনো অংশে হাল্কা বৃষ্টি শুরু হয়েছে। এদিকে নিম্নচাপ শক্তি বাড়াচ্ছে বঙ্গোপসাগরে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, নিম্নচাপটি উত্তর-পশ্চিম এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। যা শক্তি শক্তি বৃদ্ধি করে গভীর নিম্নচাপের রূপ নিতে পারে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। মূলত পাসিং সাওয়ার রেইনের পূর্বাভাস।
{link}
বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদিয়া, মুর্শিদাবাদ ও বীরভূমে, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া সহ সমস্ত জেলাতেই। তবে সব জেলার সমস্ত অংশে বৃষ্টি হবে না। আবহাওয়া দপ্তর বলছে, আপাতত হালকা বৃষ্টি হলেও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে সমানে। তবে সপ্তাহন্তে বদলাবে পরিস্থিতি। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, উইকেন্ড ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে।আপাতত বৃহস্পতিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে।
{link}
শুক্রবার থেকে বদলে যাবে পরিস্থিতি। সপ্তাহান্তে ভারী বৃষ্টি হবে একাধিক জেলায়। শুক্রবার থেকে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। দোসর হতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস। অন্যদিকে ফের বৃষ্টি শুরু হয়েছে উত্তরে। উত্তরবঙ্গে আজ বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং এবং কালিম্পঙ, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার সহ উত্তরের সব জেলাতেই। শুক্রবার পর্যন্ত ওপরের পাঁচ জেলাতেই ভারী বৃষ্টির পার্ভাস জারি।
{ads}